Uttar Pradesh

ফোনে ব্যস্ত গ্রাহক, বহু ক্ষণ অপেক্ষার পর রাগে বন্দুক, ছুরি নিয়ে বাড়িতে চড়াও হলেন ডেলিভারি কর্মী!

সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত তিন জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অনলাইনে খাবার অর্ডার করেছিলেন এক যুবক। যথা সময়ে খাবার পৌঁছে দিতে বাড়ির সামনে পৌঁছেও গিয়েছিলেন ডেলিভারি কর্মী। বেশ কয়েক বার চেষ্টার পরেও ওই যুবকের ফোন ব্যস্ত পেয়ে বাইরেই অপেক্ষা করছিলেন। শেষমেশ বিরক্ত হয়ে ছুরি, বন্দুক নিয়ে যুবকের বাড়িতে চড়াও হলেন ডেলিভারি কর্মী! ভাঙচুর করা হল বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িটিও।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, একটি অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন আধার চৌধরি নামে এক যুবক। কিছু ক্ষণ পর নিশান্ত নামে ওই ডেলিভারি কর্মী খাবার পৌঁছে দিতে তাঁর বাড়ির সামনে আসেন। কিন্তু সে সময় অন্য কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন আধার। ফলে বার বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শেষমেশ রেগে গিয়ে লোক জড়ো করে আধারের বাড়িতে চড়াও হন ওই ডেলিভারি কর্মী!

যুবকের অভিযোগ, ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ডেলিভারি কর্মীর ফোন প্রথমে দেখতে পাননি তিনি। এর পর হঠাৎ করেই এক দল লোক তাঁর বাড়িতে চড়াও হন। আধারের দাবি, হামলাকারীদের কাছে বন্দুক ছিল। ছিল লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্রও। লাঠি দিয়ে তাঁর বাইক ও গাড়িটিতেও ভাঙচুর চালান হামলাকারীরা। ছোড়া হয় গুলিও। আধারের দাবি, তাঁর বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরায় নাকি ধরা পড়েছে সেই দৃশ্য। ঘটনার পরেই ডেলিভারি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। গাজ়িয়াবাদের নন্দীগ্রাম পুলিশের এসিপি পুনম মিশ্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত তিন জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement