ত্রাণের প্যাকেটে মুখ্যমন্ত্রীর ছবি

এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের অভিযোগ, ‘‘মানুষ দু’দিন ধরে ত্রাণ পাননি। স্টিকার ছাপাতে গিয়েই ওই দেরি হয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ০২:২৪
Share:

দেবেন্দ্র ফডণবীস। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রে সরকারি ত্রাণসামগ্রীতে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া স্টিকার সাঁটানোয় বিরোধীদের ক্ষোভের মুখে দেবেন্দ্র ফডণবীস সরকার। বন্যা বিধ্বস্ত কোলাপুর ও সাঙ্গলি জেলায় বিলি করা হয় ওই স্টিকার লাগানো খাবারের প্যাকেট। তাতে ফডণবীসের পাশেই ছবি রয়েছে কোলাপুরের ইচলকরঞ্জীর বিধায়ক সুরেশ হালওয়ানকরের।

Advertisement

এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডের অভিযোগ, ‘‘মানুষ দু’দিন ধরে ত্রাণ পাননি। স্টিকার ছাপাতে গিয়েই ওই দেরি হয়েছে।’’ মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন, বিষয়টি তিনি জানতেন না। তবে ছবি ব্যবহার করা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন তিনি। শুক্রবার সাঙ্গলির বন্যা-পরিস্থিতি পরিদর্শনে গিয়ে হাসিমুখে নিজস্বী তুলে সমালোচিত হন মহারাষ্ট্রের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এবং বিজেপির পাঁচ বারের বিধায়ক গিরিশ মহাজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন