Man Attacked in Gujarat

‘সুরতে আর আসব না, মাফ করে দাও’! মধ্যপ্রদেশ থেকে আসা ধাবাকর্মীকে পা চাটতে বাধ্য করা হল গুজরাতে

জানা গিয়েছে, সুরতের একটি ধাবায় কাজ করেন বছর ছাব্বিশের ওই যুবক। মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই ধাবাকর্মীর সঙ্গে অভিযুক্ত যুবকের ব্যক্তিগত কোনও গন্ডগোল চলছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৫:০৭
Share:

হাতে ছুরি নিয়ে ধাবাকর্মীকে শাসাচ্ছেন এক যুবক। ছবি: সংগৃহীত।

গুজরাতের সুরতে এক ধাবাকর্মীকে মারধরের পর পা চাটানোর অভিযোগ উঠল। ক্ষমা চাওয়ার পরেও রেয়াত করা হয়নি বলেও অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।) যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেখানে এক যুবককে বলতে শোনা গিয়েছে, ‘‘ভাই আমাকে মাফ করে দাও। সুরতে আর কোনও দিন আসব না।’’ তার পরই যুবককে পর পর কয়েকটি চড় মারা হয় বলে অভিযোগ। এমনকি পা চাটাতেও বাধ্য করা হয়।

Advertisement

জানা গিয়েছে, সুরতের একটি ধাবায় কাজ করেন বছর ছাব্বিশের ওই যুবক। মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই ধাবাকর্মীর সঙ্গে অভিযুক্ত যুবকের ব্যক্তিগত কোনও গন্ডগোল চলছিল। তার জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। দু’দিন আগেই ধাবা ছেড়ে চলে গিয়েছেন আক্রান্ত যুবক। পুণেতে বন্ধুর বাড়িতে যাচ্ছেন বলে ধাবার মালিককে জানান। তার পর থেকে ওই যুবকের ফোন বন্ধ বলে ধাবার মালিকের দাবি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে অভিযুক্তের নাম ভোলা। তাঁর বিরুদ্ধে ধাবাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গলায় ছুরি ঠেকিয়ে ধাবাকর্মীকে তাঁর পা চাটাতে বাধ্য করেন ভোলা। ভিডিয়োটি পুলিশের হাতে আসার পরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ভিডিয়োটি আক্রান্ত যুবকের পরিবারের কাছেও পৌঁছোয়। তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। যুবকের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। যুবকের পরিবারের অভিযোগ পেয়ে তদন্তে নামে মধ্যপ্রদেশ পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পুণে থেকে যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তাঁর বয়ান নেওয়া হবে। তার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement