Cough Syrup

কাশির সিরাপ বাজারে আসার আগে গুণমান পরীক্ষা হচ্ছে কি না দেখুন! সব রাজ্যকে সতর্ক করে দিল ওষুধ নিয়ামক সংস্থা

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপ। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বেশ কিছু রাজ্য ওই কাশির সিরাপকে নিষিদ্ধও করে দিয়েছে। কাশির সিরাপ ঘিরে বিতর্ক ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২০:৫১
Share:

কাশির সিরাপ পরীক্ষা করা হচ্ছে কি না, তার উপর নজর রাখার পরামর্শ ওষুধ নিয়ামক সংস্থার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কাশির সিরাপ বাজারে ছাড়ার আগে সেটির গুণমান পরীক্ষা করা হচ্ছে কি না, তার উপর নজর রাখতে হবে। বিতর্কের মাঝে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার প্রধান ‘ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া’ (ডিসিজিআই) রাজীব সিংহ রঘুবংশী। সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় বেশ কয়েক জন শিশুর মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। কাশির ‘বিষাক্ত’ সিরাপ খাওয়ার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। এই পরিস্থিতিতে কাশির সিরাপ গুণমান যাচাইয়ে জোর দেওয়ার জন্য সব রাজ্যকে সতর্ক করে দিলেন ডিসিজিআই।

Advertisement

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে ওই চিঠিতে তিনি লিখেছেন, মধ্যপ্রদেশের ঘটনার তদন্তে দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে ওষুধের গুণমান সঠিক ছিল না। তিনি আরও জানিয়েছেন, অনেক ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারকেরা প্রত্যেক ব্যাচের ওষুধ পরীক্ষা করেন না। নিয়ম অনুসারে, প্রত্যেক প্রস্তুতকারককে ওষুধ তৈরির কাঁচামাল এবং তৈরি হওয়া ওষুধের প্রত্যেক ব্যাচ পরীক্ষা করার কথা। সেই নিয়ম মানা হচ্ছে কি না, তার উপর নজর রাখার জন্য প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দিয়েছেন তিনি।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘কোল্ডরিফ’ নামে একটি কাশির সিরাপ। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বেশ কিছু রাজ্য ওই কাশির সিরাপকে নিষিদ্ধও করে দিয়েছে। কাশির সিরাপ ঘিরে বিতর্ক ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শিশুমৃত্যুর সঙ্গে নাম জড়ানো কোনও কাশির সিরাপ বিদেশে রফতানি হয়েছে কি না, তা দিল্লির থেকে জানতে চেয়েছে হু।

Advertisement

কাশির ‘বিষাক্ত’ সিরাপের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে চিকিৎসক সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’। বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডাকে চিঠি লিখেছেন তাঁরা। কাশির সিরাপ বিতর্কে সিবিআই তদন্তের আর্জিতে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement