SIR In Delhi

বিহারের পরে এ বার দিল্লিতে ভোটার তালিকার এসআইআর, বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ ২৬ অক্টোবর পর্যন্ত। দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা আপলোডও করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার দেশের রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (এসআইআর) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই বুধবার সরকারি নির্দেশিকার উল্লেখ জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের বা তাঁদের অভিভাবকদের নাম নেই তাঁদের পরিচয়পত্র দিতে হবে।

Advertisement

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ ২৬ অক্টোবর পর্যন্ত। দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা আপলোডও করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, কারও নাম না থাকলে তাঁদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে। যাতে সমীক্ষার সময় সমস্যায় পড়তে না হয়।

দিল্লির সিইওর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য দেশজুড়ে ভোটার তালিকার এসআইআর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দিল্লিতেও সেই প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুতি শুরু করেছে সিইও-র দফতর। ইতিমধ্যেই দিল্লির প্রতিটি বিধানসভা আসনে নির্বাচন কমিশনের তরফে ‘বুথ লেভেল অফিসার’ (বিএলও)-দের মনোনয়ন ও নিয়োগপর্ব হয়ে গিয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে সিইও-র দফতর। প্রসঙ্গত, দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে এসআইআর করেছে কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement