Encounter

দিল্লি-হরিয়ানা সীমানায় ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে হত চার খুনে অভিযুক্ত দুষ্কৃতী, মাথার দাম ছিল তিন লক্ষ টাকা

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশ্যাল সেল) প্রমোদ সিংহ কুশওয়াহা জানিয়েছেন, দিল্লির পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিলেন রোমিল। তাঁর বিরুদ্ধে দিল্লিতে অস্ত্র আইনে মামলা রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:০৭
Share:

পুলিশের গুলিতে দিল্লি-হরিয়ানা সীমানায় হত দুষ্কৃতী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লি-হরিয়ানার সীমানায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক দুষ্কৃতীর। মৃতের নাম রোমিল বোহরা। হরিয়ানার যমুনানগরের বাসিন্দা রোমিলের বিরুদ্ধে চারটি খুন-সহ আটটি মামলা ঝুলছে। তার মধ্যে যমুনানগরেই তিনটি এবং কুরুক্ষেত্রে একটি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে দিল্লি-হরিয়ানা সীমানায় অভিযানে যায় দিল্লি পুলিশ। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালান রোমিল। পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই গুলিবিদ্ধ হন রোমিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশ্যাল সেল) প্রমোদ সিংহ কুশওয়াহা জানিয়েছেন, দিল্লির পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিলেন রোমিল। তাঁর বিরুদ্ধে দিল্লিতে অস্ত্র আইনে মামলা রয়েছে। হরিয়ানা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কাছ থেকে দিল্লি পুলিশ খবর পায়, রাজধানীতে অপরাধমূলক কাজ করতে যাচ্ছেন রোমিল। সেই খবর পেয়েই দিল্লি-হরিয়ানা সীমানায় পৌঁছে যায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।

কিষাণগড় থানার কাছে রোমিলের জন্য অপেক্ষা করতে থাকে পুলিশ। নাকাতল্লাশি দেখেই গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন রোমিল। পুলিশও তাড়া করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রোমিল। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন রোমিলও। তাঁর মাথার দাম ছিল তিন লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement