National news

চোরেরাও পাত্তা দিচ্ছে না পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট!

চোরের মন বোঝে কার সাধ্যি! তারা না কি আর ছুঁয়েই দেখছে না পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট! এ দিকে বাড়ি তছনছ করে নিয়ে যাচ্ছে ১০০ টাকা, ৫০ টাকা, এমনকী ১০ টাকার নোটও!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১৯:৫৪
Share:

—ফাইল চিত্র।

চোরের মন বোঝে কার সাধ্যি! তারা না কি আর ছুঁয়েই দেখছে না পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট! এ দিকে বাড়ি তছনছ করে নিয়ে যাচ্ছে ১০০ টাকা, ৫০ টাকা, এমনকী ১০ টাকার নোটও!

Advertisement

এ রাজ্যের ব্যাপারটা ঠিক বলা যাচ্ছে না, মহারাষ্ট্রের দৃশ্যটা কিন্তু এ রকমই। মহারাষ্ট্রের নাসিক এবং ধুলে জেলার দুই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে এ দৃশ্যই চোখে পড়েছে তদন্তকারীদের।

নাসিকের ঘটি এলাকায় দিলীপ রোকদে নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। কিন্তু মজার বিষয় হল চোর বাড়িতে মজুত কোনও পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে হাত দেয়নি। এ দিকে তাঁর বাড়িতে একটিও ১০০, ৫০ এবং ১০ টাকার নোটও ছেড়ে যায়নি।

Advertisement

শুধু এই ঘটনাই নয়, এরও দিন কয়েক আগে এমন ঘটনা ঘটেছে ধুলের দেবপুর এলাকায় শ্যাম পাতিলের বাড়িতে। দুষ্কৃতীরা তালা ভেঙে সাফ করে দিয়েছে পুরো বাড়ি। এমনকী জামা কাপড় থেকে গ্যাস সিলিন্ডার কোনও কিছুই বাদ রাখেনি নিয়ে যেতে, শুধু ফেলে রেখে গিয়েছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলো।

মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে সারা দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে। সে কারণে চোরেরাও মুখ ফিরিয়েছে পুরনো এই নোটগুলো থেকে।

আরও পড়ুন: জনতার সঙ্গে লাইন দিয়ে টাকা বদলালেন এককালের দাগী ডাকাত মালখান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন