গায়ত্রী প্রজাপতি। ছবি: সংগৃহীত।
লখনউ কারাগারে হামলার শিকার হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা গায়ত্রী প্রজাপতি। বুধবারের ওই হামলার ঘটনায় গুরুতর জখম গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে দুষে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শারীরিক সমস্যার কারণে লখনউ জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গায়ত্রীকে। সেখানেই এক সহবন্দি ভাঙা আলমারির অংশ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন!
গায়ত্রীর স্ত্রী তথা অমেঠীর এসপি বিধায়ক মহারাজী প্রজাপতি অভিযোগ করেছেন, খুনের উদ্দেশ্যেই তাঁর স্বামীর উপর হামলা হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের মার্চে উত্তরপ্রদেশে ক্ষমতায় পালাবদলের চার দিনের মধ্যেই গ্রেফতার হয়েছিলেন গণধর্ষণে অভিযুক্ত এসপি নেতা গায়ত্রী। ওই এসপি নেতা ও তাঁর ছয় সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছিলেন চিত্রকূট এলাকার এক মহিলা। তাঁর নাবালিকা মেয়েকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছিলেন অভিযোগকারিণী।