National News

বাজেটে কী পেলেন মহিলারা?

নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কথা মাথায় রেখেই এ বারের বাজেটে মহিলাদের জন্য নতুন চমক এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৪৮
Share:

মহিলাদের জন্য নতুন ঘোষণা এ বারে বাজেটে।

ব্যক্তিগত আয়কর স্তরে কোনও রদবদল ঘটানো হয়নি। তবে, মহিলাদের জন্য একগুচ্ছ নতুন ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে।

Advertisement

নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির কথা মাথায় রেখেই এ বারের বাজেটে মহিলাদের জন্য নতুন চমক এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মহিলাদের নতুন কী কী দিল এ বারের বাজেট?

Advertisement

লোন অ্যাকাউন্টের ৭৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে মহিলাদের জন্য। তার মধ্যে ৫০ শতাংশ বরাদ্দ হয়েছে তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলাদের নামে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে ৩৭ শতাংশ। পাশাপাশি, প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনায় বরাদ্দ হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। সাধারণ ভাবে বড় শিল্প সহজে ঋণ পেলেও, অনেক সময়েই ছোট শিল্প মূলধনের অভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে না। এই সমস্যা দূর করে নতুন কর্মসংস্থান তৈরি করতেই প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা প্রকল্প চালু হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে মহিলা শিল্পপতিদের দিকে বিশেষ নজর দেওয়া হবে।

আরও পড়ুন: উচ্ছ্বসিত মোদী, গোল দেখছেন মনমোহন

দারিদ্রসীমার নীচে (বিপিএল) থাকা পরিবারের মহিলাদের জন্য রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) চালু করেছিল কেন্দ্র। অর্থমন্ত্রী জানিয়েছেন, বিপিএল তালিকাভুক্ত মহিলাদের কথা মাথায় রেখেই এ বার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ৮ কোটি এলপিজি সংযোগ দেবে সরকার। ২০১৭-১৮ বাজেটে এই যোজনার আওতায় ৫ কোটি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: একটাই প্রশ্ন, আমরা কী পেলাম?

এই বাজেটে নিরাশ হবেন না চাকরিজীবী মহিলারাও। মহিলা চাকরিজীবীদের এখন তাঁদের বেতনের ১২ শতাংশ জমা দিতে হয় ইপিএফে। এ বার সেটা কমিয়ে ৮ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে শুধু কৃষি আর গ্রামোন্নয়নই নয়, চমক এসেছে স্বাস্থ্য খাতেও। বাজেট প্রস্তাবে জেটলি জানিয়েছেন, সমাজের সব স্তরের মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য নতুন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এ বারের বাজেটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন