National News

সেপ্টেম্বরেই বাজারে আসছে ২০০ টাকার নোট

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ভারতে এই প্রথম ২০০ টাকার নোট চালু হতে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ২০:০৫
Share:

বাজারে আসছে এ বার ২০০ টাকার নোট।- রিজার্ভ ব্যাঙ্ক।

সেপ্টেম্বরেই বাজারে আসছে ২০০ টাকার নোট।

Advertisement

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ভারতে এই প্রথম ২০০ টাকার নোট চালু হতে যাচ্ছে।

আরও পড়ুন- ইস্তফা দিতে চাইলেন রেলমন্ত্রী, মোদী বললেন অপেক্ষা করতে

Advertisement

আরও পড়ুন- কাল থেকেই জিও ফোনের প্রি-বুকিং, দেখুন কীভাবে করবেন

অর্থমন্ত্রক সূত্রের খবর, বাজারে যাতে ২০০ টাকার নোট পর্যাপ্ত পরিমাণে পাওযা যায়, তার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। মূলত সেই লক্ষ্যেই প্রাথমিক ভাবে ৫০ কোটি টাকা মূল্যের ২০০ টাকার নোট বাজারে ছাড়বে রিজার্ভ ব্যাঙ্ক। এ মাসের শেষাশেষিই ওই ২০০ টাকার নোট বাজারে ছাড়ার চেষ্টা চলছে। না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ২০০ টাকার নোট বাজারে এসে যাবে। এত দিন ১০০ আর ৫০০ টাকার নোটের মাঝামাঝি কিছু ছিল না বলে অনেক সময়েই টাকা ভাঙাতে অসুবিধা হচ্ছিল। তাই ২০০ টাকার নোট চালু হলে তা অচিরেই খুব জনপ্রিয় হয়ে উঠবে বলে সরকারের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন