ওএনজিসি-র তৈলকূপে আগুন। ছবি: সংগৃহীত।
ওএনজিসির তৈলকূপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে গেল অন্ধ্রপ্রদেশের এক গ্রামে! সোমবার অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে। খবর পেয়ে সক্রিয় হয়েছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
ওএনজিসির ওই তৈলকূপটি কোনাসিমা জেলার রাজোল এলাকার ইরুসুমান্ডা গ্রামে অবস্থিত। মাঝে কূপটির উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি সেখানে মেরামতি শুরু হয়। তার মাঝেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মেরামতির কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হয়। তার জেরে অপরিশোধিত তেলের সঙ্গে প্রচুর পরিমাণে দাহ্য গ্যাসও নির্গত হতে থাকে। কিছু ক্ষণের মধ্যেই আগুন ধরে যায় তাতে। কালো ধোঁয়া এবং গ্যাসে ঢেকে যায় গোটা এলাকা।
খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় গ্রামে। ওএনজিসি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু বড়সড় দুর্ঘটনা এড়াতে ওএনজিসি কর্তৃপক্ষের তরফে মাইকে ঘোষণা করে আশপাশের তিনটি গ্রামের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার, কোনও রকম বৈদ্যুতিন যন্ত্রপাতি ব্যবহার করা কিংবা গ্যাস বা আগুন জ্বালানো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসনের তরফে গ্রামবাসীদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যে অনেক বাসিন্দাই আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। গোটা এলাকা ঘিরে রেখেছে প্রশাসন। পরিস্থিতির উপর নিবিড় ভাবে নজর রাখা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে।
ওএনজিসি কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘অন্ধ্রপ্রদেশের মোরি ফিল্ডে ওয়েল মোরি ৫-এ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একটি গ্যাস লিকের ঘটনা ঘটে। ওই তৈলকূপটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যেখানে প্রায় ৫০০-৬০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও জনবসতি নেই। ঘটনায় কেউ হতাহত হননি। এলাকাটি ঘিরে ফেলে শীতলীকরণ কার্যক্রম শুরু হয়েছে। ওএনজিসি-র বিপর্যয় ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে রয়েছে।’’