Himanta Biswa Sarma

‘জয় শ্রীরাম বলতে বাধা দেওয়াই মমতার বড় ভুল,’ মন্তব্য বিজেপি নেতার

মানুষকে জয় শ্রীরাম বলতে বাধা দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল ছিল, সেই ভুলেরই খেসারত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য করলেন এক বিজেপি নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৯ ১৫:৩৩
Share:

হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: টুইটার থেকে নেওয়া।

মানুষকে জয় শ্রীরাম বলতে বাধা দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল ছিল, সেই ভুলেরই খেসারত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনটাই মন্তব্য করলেন এক বিজেপি নেতা।

Advertisement

তামিলনাড়ু, কেরলের দিকে এ বার সবচেয়ে বেশি নজর দেবে বিজেপি। উত্তর-পূর্ব দখলের পর নজর এ বার দক্ষিণের এই দুই রাজ্যে, এমনটাই বললেন হিমন্ত বিশ্ব শর্মা। গেরুয়া ঝড় এ দুই রাজ্যে সেভাবে নেই। তারই মাঝে এই বিজেপি নেতার কথায় উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ।

দেশের সর্বত্র গেরুয়া ঝড়ের পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির দক্ষিণ ভারতের এক স্ট্র্যাটেজিস্ট হিমন্ত বিশ্বশর্মা। বললেন, ‘‘জয় শ্রীরাম বলতে মানুষকে বাধা দিয়েছেন মমতা। এটাই তাঁর ভুল।’’

Advertisement

আরও পড়ুন: মোদী ঝড়ে বিধ্বস্ত বিরোধী শিবির, হারলেন যে হেভিওয়েটরা

হিমন্ত বলেন, ‘‘মমতার উপরে মারাত্মক ক্ষিপ্ত বাংলার মানুষ। যখন মমতা বললেন, জয় শ্রীরাম উচ্চারণ করা যাবে না, আমার মতে সেটাই ছিল ক্ল্যাইম্যাক্স।’’ ওই নেতা বলেন, রাম এই সভ্যতার নায়ক। কী ভাবে এটা করতে পারলেন মমতা? সেটাই ছিল টার্নিং পয়েন্ট, এমন প্রশ্নও তোলেন হিমন্ত।

আরও পড়ুন: তিন লাখে মিমি-নুসরত, দু’ লাখে বাবুল, বিপুল ব্যবধানে জয়ী রাজ্যের এই তারকারা​

তিনি বলেন, কেরল এবং তামিলনাড়ুতে কর্মক্ষেত্র প্রসারণ করাই বিজেপির একমাত্র অ্যাজেন্ডা এখন। তাঁর দাবি, পরবর্তী পাঁচ বছরে সম্ভব হবে সেটাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement