Granite Quarry Collapsed

অন্ধ্রপ্রদেশে পাথরখাদানে বিশাল ধস! চাপা পড়লেন শ্রমিকেরা, মৃত ছয়, গুরুতর জখম ১০

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় শ্রমিকের। তবে ধসের নীচে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৫:৪৯
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

পাথরখাদানে বড়সড় ধস নেমে অন্ধ্রপ্রদেশের মৃত্যু হল ছয় শ্রমিকের। গুরুতর আহত আরও ১০ জন। রবিবার সকালে রাজ্যের বাপাটলা জেলার বল্লিকুরাভার কাছে একটি পাথরখাদানে ধস নামে। সেই সময় খাদানে কাজ করছিলেন শ্রমিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে সময় ধস নামে সেই সময় খাদানের ভিতরে ১৬ জন শ্রমিক ছিলেন। আচমকা ধস নামায় শ্রমিকেরা চাপা পড়ে যান।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় শ্রমিকের। তবে ধসের নীচে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর পরই চার শ্রমিকের দেহ উদ্ধার হয়। আরও দুই শ্রমিকের দেহ ধসের নীচে আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। সেই দে দু’টি উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলের অবস্থা সঙ্কটজনক। বাপাটলার পুলিশ সুপার তুষার দুরি জানিয়েছেন, মৃতদের শনাক্ত করা হয়েছে। তাঁরা সকলেই ওড়িশার বাসিন্দা। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে এবং আহতদের সব রকম সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement