Gujarat Assembly Election 2022

‘বিজেপিকে ভোট দিন’, লিফলেট বিলি করতে করতে গুজরাতের রাস্তায় স্লোগান দিচ্ছে রোবট!

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিজেপির প্রচারে ব্যবহৃত রোবটটি তৈরি করেছে ‘মাল্টি জোন আইটি সেল’। সংস্থার প্রধান হর্ষিত পটেল জানিয়েছেন, রোবটে বসানো ছোট স্পিকারে চলছে স্লোগান।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২২ ২০:০২
Share:

গুজরাতে বিজেপির ভোট-প্রচারে রোবট! ছবি: টুইটার থেকে নেওয়া।

দরজায় দরজায় ঘুরে লিফলেট বিলি করছে রোবট! ফুটপাথে দাঁড়িয়ে দিচ্ছে স্লোগান! আবেদন জানাচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার। গুজরাতে বিধানসভা ভোটের প্রচারে প্রযুক্তির এমনই অভিনব ব্যবহার করছে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিজেপির প্রচারে ব্যবহৃত রোবটটি তৈরি করেছে ‘মাল্টি জোন আইটি সেল’। সংস্থার প্রধান হর্ষিত পটেল জানিয়েছেন, বাড়ি বাড়ি ঘুরে প্রচারপুস্তিকা বিলি করতে দক্ষ তাঁদের তৈরি রোবট। সেই সঙ্গে মানুষের কণ্ঠস্বরেই ভোটারদের কাছে পদ্ম-চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে সে।

হর্ষিত বলেন, ‘‘আমরা রোবটে ছোট একটি স্পিকার বসিয়েছি। সেটার সাহায্যে রেকর্ড করা আবেদনবার্তা ভোটারদের পৌঁছে দেওয়া হচ্ছে। স্লোগানও চালানো হচ্ছে।’’ ‘মাল্টি জোন আইটি সেল’-এর তৈরি ওই প্রচার-রোবটের বুকে একটি এলইডি স্ক্রিনও লাগানো রয়েছে। তাতে অনবরত ফুটে উঠছে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্বের জমানা থেকে শুরু হওয়া গুজরাতের নানা উন্নয়ন প্রকল্পের ছবি!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন