জন আব্রাহাম আর অনিল কপূরের সঙ্গে বাবা রাম রহিম। কিছু গুরুতর বিষয়ে আলোচনায় ব্যস্ত তাঁরা।
‘বাবা’র ছবির প্রচারে সাংবাদিক সম্মেলন করেছিলেন হৃতিক রোশনও।
শিল্পা শেট্টি এবং তাঁর বোন শমিতাও দেখা করতে যান রাম রহিমের সঙ্গে। এক সঙ্গে ছবিও তোলেন।
রাম রহিমকে কেন্দ্র করে সম্প্রতি বরুন ধবনের একটি টুইট নিয়ে প্রবল আলোচনা হয়। ফিল্ম নিয়ে আলোচনা করছেন তিনি রাম রহিমের সঙ্গে।
এমএসজি দ্য মেসেঞ্জারের প্রোমোশনে গুরমিত রাম রহিম এবং তাঁর মেয়ে হানিপ্রীতের সঙ্গে সোহেল খান।
এমএসজি-র পার্টিতেই নিমন্ত্রিত অনুপম খের।
রাম রহিমের সঙ্গে অনিল কপূর।
সানি লিওন এবং ড্যানিয়েলের সঙ্গেও দেখা গিয়েছে বাবা রাম রহিমকে।
তুষার কপূরকে পরামর্শ দিচ্ছেন তিনি। হাসি মুখে শুনছেন তুষার।
বিরাট কোহালিও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।