Sabyasachi Mukherjee

১৮ ফুটের শাড়ি! সব্যসাচীর ডিজাইনে মাত করলেন অম্বানী কন্যা

সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর ডিজাইনে মন মজেছে আপামর ভারতের। অম্বানী কন্যা ঈশা থেকে দীপিকা পাড়ুকোন, প্রত্যেকেই বিয়ের দিন রেখেছিলেন সব্যসাচীর পোশাকের ছোঁয়া

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১৩:০০
Share:
০১ ১০

সব্যসাচী মুখোপাধ্যায়। তাঁর ডিজাইনে মন মজেছে আপামর ভারতের। অম্বানী কন্যা ঈশা থেকে দীপিকা পাড়ুকোন, প্রত্যেকেই বিয়ের দিন রেখেছিলেন সব্যসাচীর পোশাকের ছোঁয়া। এ বার সব্যসাচীর ডিজাইনের ২০ বছর উপলক্ষ্যে প্রিয় ডিজাইনারের পোশাকে সাজলেন ঈশা অম্বানী।

০২ ১০

ঈশা কী পরলেন? কেমন ভাবে সাজলেন? দেখে তো মনে হচ্ছে ডিজাইনার কোনও গাউন। তাই কী?

Advertisement
০৩ ১০

আসলে ঈশাকে একটি শিয়ার ব্ল্যাক শাড়ি পরিয়েছেন সব্যসাচী। অনেকেই বিশ্বাস করতে চাইছেন না, এটি আসলে একটি শাড়ি।

০৪ ১০

ঈশাকে একটি বেল্ট দিয়ে শাড়ি পরিয়েছেন সব্যসাচী।

০৫ ১০

৬ গজ, অর্থাত্ ১৮ ফুটের বিশাল শাড়িকে অন্য মাত্রা দিয়েছেন সব্যসাচী। ডিজাইনারের মত, অনেক ক্ষেত্রেই ধরে নেওয়া হয়, শাড়ি শুধু একটু বয়স্কদের, বা শাড়ি পরলে বয়স বেশি দেখায়. সেই ধারণাকে বদলে দিতে চাইছেন বাঙালি ডিজাইনার। সে ভাবেই ঈশাকে সাজিয়েছেন তিনি।

০৬ ১০

বি টাউনের তাবড় সেলেবরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রেড কার্পেটে ফ্রিল বা কুঁচি দেওয়া শাড়ি পরে হাঁটলেন ঈশা।

০৭ ১০

ঈশার গলায় কোনও গয়না ছিল না, তবে কানে ছিল ভারী কুন্দনের দুল। সেটিতে হিরে ও পান্না বসানো। সব্যসাচীর জুয়েলারি কালেকশনের গয়না এটি। ঈশা বিয়ের আংটিটি কিন্তু খোলেননি।

০৮ ১০

ঈশা নিজের বিয়ের একটি অনুষ্ঠানেও সব্যসাচীর পোশাকে সেজেছিলেন। লেহেঙ্গা ও গয়না মন কেড়েছিল সবার।

০৯ ১০

প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠানে কাস্টম হ্যান্ড পেন্টেট হ্যান্ড এম্ব্রয়ডার্ড, অর্থাৎ হাতে এঁকে হাতে বোনা ‘টিলা ওয়ার্ক’ লেহেঙ্গা পরেছিলেন।

১০ ১০

অম্বানী পরিবারে গ্রহ-শান্তি পূজার দিন লেহেঙ্গার সঙ্গে সব্যসাচী কালকেশনের সিন্ডিকেট ডায়মন্ডের সঙ্গে জাম্বিয়ান এমারেল্ডের গয়না ছিল ঈশার কানে ও গলায়। হিরে ও জাম্বিয়ার পান্নার সঙ্গে ঐতিহ্য ও বনেদিয়ানার মিশেলে ঈশাকে লাগছিল অনন্য। বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, এই লেহেঙ্গার দাম কয়েক লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement