(বাঁ দিকে) ব্রাজ়িলের সেই ‘মডেল’ ল্যারিসা এবং রাহুল গান্ধী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
হরিয়ানার ভোটার তালিকায় ২২ বার তাঁর ছবি ব্যবহৃত হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোট কারচুপির অভিযোগ মূলত যাঁকে ঘিরে আবর্তিত, ব্রাজ়িলের সেই ‘মডেল’ এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন। ল্যারিসা নামের ওই মডেল জানিয়েছেন, একটি মাধ্যম থেকে তাঁর ছবি কিনে ব্যবহার করা হয়েছে। এই বিষয়ে তিনি অবহিত ছিলেন না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে রাহুল দাবি করেছিলেন, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। আগেই রাহুল জানিয়েছিলেন, ভোটচুরি নিয়ে ‘এইচ বোমা’ (হাইড্রোজেন বোমা) ফাটাবেন তিনি। সেইমতোই রাহুল দাবি করেন, হরিয়ানার রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথে ২২ বার ব্রাজ়িলের ওই মডেলের ছবি ব্যবহৃত হয়েছে। কখনও সেই ছবির পাশে ভোটারের নাম সীমা, কখনও সুইটি, কখনও সরস্বতী লেখা হয়েছে বলে দাবি করেন রাহুল। নিজের দাবির সপক্ষে ‘প্রমাণ’ও দেখান।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে তাঁর নাম চলে আসতেই সমাজমাধ্যমে দু’টি ভিডিয়ো পোস্ট করেন ল্যারিসা। তিনি জানান, তাঁর যে সময়ের ছবি ব্যবহার করা হয়েছে, তখন তিনি মডেলিং করতেন। এখন অবশ্য তিনি ব্রাজ়িলের অন্যতম জনপ্রিয় নেটপ্রভাবী এবং পেশাদার কেশসজ্জাশিল্পী।
বুধবারের পর থেকেই ল্যারিসার সমাজমাধ্যমের অ্যাকাউন্টে ভারত থেকে বহু বার্তা ঢুকতে শুরু করে। ভিডিয়োবার্তায় ব্রাজ়িলের প্রাক্তন ওই মডেল বলেন, “সত্যিই ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। একটি মাধ্যম থেকে আমার পুরনো ছবি কেনা হয়েছিল। বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। আমি কোনও দিনই ভারতে যাইনি।” ল্যারিসা এ-ও জানান, তাঁকেই ভারতের ভোটার ভেবে অনেকে মেসেজ করছেন। কিন্তু তিনি বার বার স্পষ্ট করে দিয়েছেন যে, ভোটার তালিকায় কেবল তাঁর ছবিটিই ব্যবহার করা হয়ে থাকতে পারে। কিন্তু তিনি নিজে কখনও ভারতে যাননি।
ওই ভিডিয়োতেই ল্যারিসা বলেন, “ভারতীয়দের সহৃদয়তায় আমি মুগ্ধ। তাঁরা সমাজমাধ্যমে আমার পোস্ট ছড়িয়ে দিচ্ছেন, সেগুলির অনুবাদও করে দিচ্ছেন। আমি আপনাদের (ভারতীয়দের) ভাষা জানি না। কিন্তু সত্যিই আমি কৃতজ্ঞ।” একই সঙ্গে ল্যারিসা জানান, তিনি ভারতীয়দের মতো দেখতে নন। তাঁর নিজের ধারণা, তিনি মেক্সিকোর নাগরিকদের মতো দেখতে। আর একটি ভিডিয়োয় খানিক মশকরা করে ল্যারিসার সংযোজন, “জনপ্রিয়তা বাড়াতে আমি কিছু ভারতীয় শব্দ শিখতে চাই। আমি কেবল একটা শব্দই জানি— নমস্তে। এখনও পর্যন্ত অন্য কোনও (ভারতীয়) শব্দ জানি না। কিন্তু আমি আরও কয়েকটা শিখব। সেগুলি পরের ভিডিয়োয় ব্যবহার করব। আর ভারতে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠব।”