এফআইআর থেকে রামনরেশের নাম বাদ দিতে নির্দেশ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল মধ্যপ্রদেশের রাজ্যপাল রামনরেশ যাদবের। আজ তদন্তকারীদের এফআইআর থেকে তাঁর নাম বাদ দিতে নির্দেশ দিল হাইকোর্ট। মধ্যপ্রদেশে সরকারি চাকরির নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। একে বলা হয় ভায়াপম কেলেঙ্কারি।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:০৭
Share:

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল মধ্যপ্রদেশের রাজ্যপাল রামনরেশ যাদবের। আজ তদন্তকারীদের এফআইআর থেকে তাঁর নাম বাদ দিতে নির্দেশ দিল হাইকোর্ট।

Advertisement

মধ্যপ্রদেশে সরকারি চাকরির নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। একে বলা হয় ভায়াপম কেলেঙ্কারি। উচ্চ পদস্থ আমলা থেকে রাজ্যপালের বিশেষ অফিসার, এবং খোদ রাজ্যপাল— তদন্ত যত এগোয়, একে একে নাম জড়ায় সরকারের শীর্ষ স্তরের। গত ফেব্রুয়ারিতে রাজ্যপাল রামনরেশ যাদবের নামে থানায় অভিযোগ করে বিশেষ তদন্তকারী দল(এসটিএফ)।

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই রাজ্যপালকে পদ ছেড়ে দিতে নির্দেশ পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে তাতে কান দেননি রামনরেশ। বরং, এফআইআরে তাঁর নাম উল্লেখ করাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার সূত্রেই আজ প্রধান বিচারপতি এ এম খানউইকর ও রোহিত আর্যর বেঞ্চ জানায়, অভিযোগ থেকে বাদ দিতে হবে রাজ্যপালের নাম। রাজ্যের সাংবিধানিক প্রধানের পদ যাতে কালিমালিপ্ত না হয় তাই এই নির্দেশ। তবে রাজ্যপালের পদে তাঁর মেয়াদ শেষ হয়ে গেলে অবশ্য রামনরেশ যাদবের বিরুদ্ধে পদক্ষেপ করায় কোনও বাধা থাকবে না।

Advertisement

ভায়াপম কেলেঙ্কারিতে বাবার মতোই নাম জড়িয়েছিল রামনরেশের ছেলেরও। এক পরীক্ষার্থী দাবি করেন, পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগের জন্য রাজ্যপালের ছেলে শৈলেশকে তিনি মোটা টাকা ঘুষ দিয়েছিলেন। তবে সেই মামলা শেষের আগেই মৃতদেহ মেলে শৈলেশ যাদবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন