আসছে ট্যালগো, এ বার ১২ ঘণ্টায় মুম্বই থেকে দিল্লি!

বুলেটের পর এ বার আসছে ট্যালগো। দ্রুতগামী এই ট্রেনে চেপে অনায়াসে মুম্বই থেকে দিল্লি পৌঁছনো যাবে। মাত্র ১২ ঘণ্টা সময় লাগবে এক শহর থেকে অন্য শহরে যেতে। ঘণ্টায় ১৬০ কিমি থেকে ২০০ ঘণ্টা বেগে চলবে ট্রেনটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৪
Share:

এমনই দেখতে হবে ট্রেনগুলি।

বুলেটের পর এ বার আসছে ট্যালগো। দ্রুতগামী এই ট্রেনে চেপে অনায়াসে মুম্বই থেকে দিল্লি পৌঁছনো যাবে। মাত্র ১২ ঘণ্টা সময় লাগবে এক শহর থেকে অন্য শহরে যেতে।

Advertisement

ঘণ্টায় ১৬০ কিমি থেকে ২০০ ঘণ্টা বেগে চলবে ট্রেনটি। তবে এখনই বাণ্যিজিক ভাবে এখনই চলবে না ট্রেনটি। দিল্লি-মুম্বই রুটে কিছু দিনের মধ্যেই পরীক্ষামূলক ভাবে চালানো হবে ট্রেনটি।

রেল মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি রেল মন্ত্রকের কাছে লিখিত আবেদন জানায় স্পেনীয় সংস্থা ট্যালগো। এই সংস্থা ট্রেনের রেকের তৈরি করে। পরীক্ষামূলক ভাবে ভারতে ট্রেন চালানোর জন্য স্পেন থেকে রেল রেক আমদানি করার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানায় সংস্থাটি। সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালাবে সংস্থাটি। স্পেন থেকে ভাগে ভাগে নিয়ে এসে ভারতে এনে জোড়া হবে রেকগুলি। অন্য রেকের থেকে অন্তত ৩০ শতাংশ কম শক্তিতে চলবে রেকগুলি। এর জন্য মাসিক বিদ্যুত্ বিলেও অনেকটাই সাশ্রয় হবে বলে আশা রেলকর্তাদের।

Advertisement

এশিয়া এবং আমেরিকার বিভিন্ন জায়গায় চলে এই ট্যালগো ট্রেন।

ট্যালগো ট্রেনে যাত্রীদের জন্য কী কী সুবিধে পাওয়া যাবে?

যাত্রীদের জন্য অত্যাধুনিক এই ‌ট্রেনের কামরায় থাকবে, আরামে পা রাখার জায়গা। বই পড়তে চাইলে তার সুবিধেও পাওয়া যাবে, কেন না থাকবে রিডিং লাইট। খাওয়া বা কোন জিনিষ রাখা যাবে ছোট্ট টেবিল। গান শোনা বা ছবি দেখারও ব্যবস্থা থাকবে। বসার সুবিধের জন্য আরামদায়ক সিটেরও ব্যবস্থা থাকবে। তবে এই সুবিধেগুলি পেতে হলে অল্প বিস্তর রেস্ত খরচ করতে হবে।

তাই এখন আশায় বুক বাঁধা, কবে ভারতে আসবে ট্যালগো?

এই সংক্রান্ত আরও খবর...

ভারতকে বুলেট ট্রেন বানিয়ে দিচ্ছে জাপান

দেশ-বিদেশের বুলেট ট্রেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement