Narendra Modi

লাভ না ক্ষতি? কতটা কী? দাঁড়িপাল্লায় নোটবন্দি

গত এক বছরে নোট বাতিলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মূল্যায়ণ হয়েছে। নানা দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়েছে এই সিদ্ধান্তের। কোনও সন্দেহ নেই, নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণার পরই কার্যত আতান্তরে পড়েন মানুষজন, বিশেষ করে আমআদমি।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ১৭:০৯
Share:

ঠিক এক বছর আগেই পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ, অর্থনীতিও। কোন কোন ক্ষেত্রে লাভ হল এই সিদ্ধান্তে? ক্ষতির পরিমাপই বা কী?

Advertisement

আরও পড়ুন: নোট বাতিলের এক বছর

গত এক বছরে নোট বাতিলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মূল্যায়ণ হয়েছে। নানা দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়েছে এই সিদ্ধান্তের। কোনও সন্দেহ নেই, নোট বাতিলের এই সিদ্ধান্ত ঘোষণার পরই কার্যত আতান্তরে পড়েন মানুষজন, বিশেষ করে আমআদমি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে ওঠে। কর্মহীন হয়ে পড়েন বহু মানুষজন। এটিএম-এর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এমনকী, মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমজনতার দৈনন্দিন জীবনের হেনস্থার বিবরণ নাতিদীর্ঘ নয়। তার পর? এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে লাভ-ক্ষতির এই খতিয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement