Aadhaar

আপনার আধার সুরক্ষিত তো? জেনে নিন এই ভাবে

সেই চিন্তা থেকে রেহাই পাবেন কী করে? কী ভাবে জানবেন আপনার আধার সুরক্ষিত কি না।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১২:০৬
Share:
০১ ০৬

আধারের সরকারি ওয়েবসাইট https://resident.uidai.gov.in/notification-aadhaar ক্লিক করুন। আধার অথেনটিকেশন হিস্ট্রি পেজটি খুলবে।

০২ ০৬

নির্দিষ্ট জায়গায় দিতে হবে আধার নম্বর এবং সিকিউরিটি কোড।

Advertisement
০৩ ০৬

ওটিপি-এর জন্য ক্লিক করুন।

০৪ ০৬

তখনই নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাবেন। যা নিশ্চিত করবে আপনার আধার নম্বর নথিভুক্ত থাকার বিষয়টিও।

০৫ ০৬

এর পর কোথায় কোথায় আধার নম্বর ব্যবহৃত হয়েছে তার অপশন পাবেন। নির্দিষ্ট স্থানে ওটিপি দিয়ে তা সাবমিট করতে হবে।

০৬ ০৬

তখনই দেখতে পাবেন কোথায়, কখন, আধার নম্বর ব্যবহার হয়েছে। কোনও সন্দেহজনক কিছু দেখলে, দ্রুত অনলাইনে আধার ব্লক করে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement