National News

বাদগামে ভেঙে পড়ল সামরিক কপ্টার, মৃত ৬ বায়ুসেনা আধিকারিক

এ দিন সকাল ১০টা নাগাদ বাদগামের গারেন্দ কালান গ্রামে একটি মাঠের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১২
Share:

বাদগামে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার ‘এমআই-১৭’ বিমান। ছবি- টুইটারের সৌজন্যে।

যান্ত্রিক ত্রুটির জন্য ফের ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’। প্রাণ হারালেন বায়ুসেনার ছয় আধিকারিক। প্রাণ হারিয়েছেন এক জন সাধারণ মানুষও। জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায়, বুধবার।

Advertisement

বাদগাম জেলা পুলিশের সুপার জানিয়েছেন, এ দিন সকাল ১০টা নাগাদ বাদগামের গারেন্দ কালান গ্রামে একটি মাঠের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি পণ্যবাহী কপ্টার ‘এমআই-১৭’।

যদিও, বেলা গড়ানোর পর পাকিস্তানের একটি দাবির প্রেক্ষিতে বাদগামের এই ঘটনা নিয়ে সন্দেহ-সংশয় দানা বাঁধে। পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর বলেন, ‘‘আমরা গুলি করে নামিয়েছি ভারতের দু’টি বিমান। তার একটি ভেঙে পড়েছে পাক-অধিকৃত কাশ্মীরে। অন্যটি পড়েছে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায়।’’

Advertisement

আরও পড়ুন- কাশ্মীরে আকাশসীমা লঙ্ঘন ৪ পাক যুদ্ধবিমানের, ১টিকে গুলি করে নামাল বায়ুসেনা​

আরও পড়ুন- আত্মরক্ষার জন্য অভিযান ভারতের, চিনের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা সুষমার

পরে অবশ্য পাকিস্তানের তরফে সরকারি ভাবে জানানো হয়, না, বাদগামে ভারতীয় বায়ুসেনার কপ্টার ‘এমআই-১৭’ ঘটনার সঙ্গে পাক গোলাগুলির কোনও সম্পর্ক নেই। ওই বিমানটিকে গুলি করে নামানো হয়নি।

আরও পড়ুন: এই সেই পাক জঙ্গি ঘাঁটি যা এক নিমেষে গুঁড়িয়ে দিয়ে এল ভারতীয় বায়ুসেনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন