সেনার পোশাক পরে দেশি পিস্তল হাতে এই ব্যাঙ্কে ঢুকেছিল ডাকাতদল। ছবি: সংগৃহীত।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) ভয়াবহ ডাকাতি। কর্নাটকের বিজয়পুরা শহরে দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুট করে পালাল ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কর্মীদের চেয়ারের সঙ্গে বেঁধে মোট ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা।
জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার আশপাশে ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে বিজয়পুরার এসবিআইয়ের শাখায় ঢুকে পড়ে তস্করেরা। ব্যাঙ্ককর্মীদের দাবি, অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি সোজা যায় ম্যানেজারের চেয়ারের কাছে। তার পর কোষাধ্যক্ষের সামনে। পিস্তল দেখিয়ে তাঁদের হুমকি দেওয়া হয়। তার পর যে ক’জন কর্মী ছিলেন, সকলকে বেঁধে ফেলে। বিপদঘণ্টি বাজানোরও অবকাশ পাননি কেউ।
অভিযোগ, এর পর কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে কার্যত তাণ্ডব চালায় ডাকাতদলটি। কোটি কোটি টাকা এবং কেজি কেজি গয়না নিয়ে বেরিয়ে যায় তারা।
পুলিশ জানিয়েছে, যে গাড়ি করে দলটি এসেছিল, সেটি একটি রাস্তায় পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের দিকে পালিয়েছেন অভিযুক্তেরা। ডাকাতদলকে ধরার জন্য কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চলছে। চলছে রাস্তায় রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ।
উল্লেখ্য, গত জুন মাসে কর্নাটকের বিজয়পুরাতেই কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়। সে বার ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়। আড়াই মাসের মধ্যে একই শহরে আবার ব্যাঙ্ক ডাকাতি হল। সে বার ডাকাতদলের সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ব্যাঙ্কের ম্যানেজার-সহ কয়েক জন কর্মী।