উত্তরপ্রদেশে বড় ভূমিকা নেবেন প্রিয়ঙ্কা: কংগ্রেস

উত্তরপ্রদেশের ভোটের লড়াইয়ে প্রিয়ঙ্কা বঢরাকে আরও ব্যাপক ভাবে কাজে লাগাবে কংগ্রেস। এত দিন ভোটের প্রচারে অমেঠি ও রায়বরেলির বাইরে বের হননি যিনি, সেই প্রিয়ঙ্কা এ বার রাজ্যের প্রায় সব ক’টি কেন্দ্রে প্রচারে যাওয়ার কথা ভাবছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০৪:১১
Share:

উত্তরপ্রদেশের ভোটের লড়াইয়ে প্রিয়ঙ্কা বঢরাকে আরও ব্যাপক ভাবে কাজে লাগাবে কংগ্রেস। এত দিন ভোটের প্রচারে অমেঠি ও রায়বরেলির বাইরে বের হননি যিনি, সেই প্রিয়ঙ্কা এ বার রাজ্যের প্রায় সব ক’টি কেন্দ্রে প্রচারে যাওয়ার কথা ভাবছেন। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রচার বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সিংহ আজ জানিয়েছেন, দলের তরফ থেকে এ নিয়ে অনুরোধ করা হয়েছিল প্রিয়ঙ্কাকে। তিনি সেই প্রস্তাব মেনে নিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর জানিয়েছেন, প্রিয়ঙ্কার নির্বাচনের প্রচার কর্মসূচি ঠিক করা হচ্ছে।

Advertisement

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল বা প্রিয়ঙ্কাকে তুলে ধরার প্রস্তাব দিয়েছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু সেই পথে হাঁটেনি কংগ্রেস। যদিও এর পরেই প্রিয়ঙ্কাকে আরও ব্যাপক ভাবে দলের প্রচার ও রণনীতি স্থির করার কাজে ব্যবহার করার কথা ভাবা হয়। আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের ভোট। সে জন্য রণকৌশল স্থির করতে কংগ্রেসের রাজ্য নেতাদের নিয়ে কয়েক মাস আগে বৈঠকে বসেছিলেন প্রিয়ঙ্কা।

তাঁর প্রচারের সিদ্ধান্ত দলের তরফে ঘোষণার পরেই আগামী সোমবার ইলাহাবাদে ইন্দিরা গাঁধীকে নিয়ে একটি ছবির প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রিয়ঙ্কা। অনুষ্ঠানে সনিয়া গাঁধীও থাকবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন