Narendra Modi

জলবায়ু সংরক্ষণে অঙ্গীকার মোদীর

প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট, ২০২০’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে শনিবার প্রধানমন্ত্রী আরও জানান, কার্বন নির্গমনের মাত্রা ২০০৫ সালের তুলনায় ২১ শতাংশ কমিয়ে এনেছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০২:৪৭
Share:

ছবি: পিটিআই।

শুধু লক্ষ্যপূরণের পথে চলা নয়, জলবায়ু সংরক্ষণে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাওয়ার দিকেই ভারত এগোচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট, ২০২০’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে শনিবার প্রধানমন্ত্রী আরও জানান, কার্বন নির্গমনের মাত্রা ২০০৫ সালের তুলনায় ২১ শতাংশ কমিয়ে এনেছে ভারত। মোদী বলেন, ‘‘আজ আমরা তাকাতে চাই আরও উঁচুতে। কিন্তু অতীতকেও ভুললে চলবে না। আমাদের লক্ষ্যকে নতুন করে সাজানোর পাশাপাশি কী আমরা করতে পেরেছি, তার পর্যালোচনাও প্রয়োজন। তবেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কথাগুলো বিশ্বাসযোগ্য হবে। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেওয়া ভারত শুধু তার লক্ষ্যপূরণই করবে না, আপনাদের প্রত্যাশাকে ছাপিয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন