China

চিনা থিঙ্কট্যাঙ্কের সঙ্গে জড়িত সংস্থাগুলোর ভিসা আইন কড়াকড়ি করল কেন্দ্র

দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রভাব খাটাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেই কেন্দ্রকে সতর্ক করেছেন গোয়েন্দারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ২১:০১
Share:

প্রতীকী ছবি।

ভারতের গোয়েন্দাদের নজরে এ বার চিনা ‘থিঙ্কট্যাঙ্ক’। তাদের সঙ্গে জড়িত এ দেশে সমস্ত সংস্থা বা ব্যক্তিকে ভিসা দেওয়ার ক্ষেত্রে রাশ টানার সিদ্ধান্ত নিল সরকার। সন্দেহজনক কাজকর্ম নজরে আসার পরই এবং দেশের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে গোয়েন্দা সূত্রের খবর।

Advertisement

গোয়েন্দা সূত্রে আরও জানানো হয়েছে, ভারতে নানা রকম কর্মসূচির জন্য বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক তৈরি করেছে চিন। দেশের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রভাব খাটাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেই কেন্দ্রকে সতর্ক করেছেন গোয়েন্দারা। তাই এই ধরনের থিঙ্কট্যাঙ্কের সঙ্গে জড়িত কোনও সংস্থা বা ব্যক্তিকে ভিসা দেওয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নিরাপত্তা সংক্রান্ত সব কিছু খতিয়ে দেখার পর তবেই ভিসার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

গোয়েন্দারা ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি থিঙ্কট্যাঙ্ক এবং ব্যক্তির একটা তালিকা তৈরি করেছেন যারা সন্দেহের আওতায় রয়েছে। বিদেশমন্ত্রককে সেই তালিকাও দিয়েছে কেন্দ্র। গত মাসেই মন্ত্রককে এ ব্যাপারে একটি চিঠিও পাঠায় কেন্দ্র। দেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন আশঙ্কা প্রকাশ করে মাস দুয়েক আগেই বেশ কয়েকটি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। দেশের নিরাপত্তা যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিশ্চিত করতেই এ বার চিনা থিঙ্কট্যাঙ্ক এবং তাদের সঙ্গে জড়িত এ দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির ভিসার উপর রাশ টানার সিদ্ধান্ত নিল সরকার।

Advertisement

আরও পড়ুন: ‘এটা গাঁধীর ভারত নয়’, আক্ষেপ ফারুক আবদুল্লার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন