AI in Indian Army

দ্রুত কৃত্রিম মেধা ব্যবহার শুরুর ভাবনা ভারতীয় সেনার! শীঘ্রই তৈরি হচ্ছে ‘এআই টাস্ক ফোর্স’, বানানো হচ্ছে ‘এআই ল্যাব’ও

কৃত্রিম মেধা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের দিকে আরও জোর দিচ্ছে ভারতীয় সেনা। আগামী ২০২৬-২৭ সালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে তা বাস্তবায়নের কথাও ভাবা হচ্ছে। তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:৩৮
Share:

এআই প্রযুক্তি ব্যবহারের পথে এগোচ্ছে ভারতীয় সেনা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কৃত্রিম মেধা (এআই)-র ব্যবহারের উপর আরও গুরুত্ব দিচ্ছে ভারতীয় সেনা। বেশ কিছু ক্ষেত্রে দ্রুত কৃত্রিম মেধার ব্যবহার শুরু করার কথা ভাবছে সেনা। সংবাদপত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, ২০২৬-২৭ সালের মধ্যে কিছু ক্ষেত্রে এআই প্রযুক্তি বাস্তবায়নেরও পরিকল্পনা করা হয়েছে। সেই লক্ষ্যে একটি গবেষণাগার এবং একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে।

Advertisement

কৃত্রিম মেধার ব্যবহার নিয়ে আগেও আলোচনা হয়েছে ভারতীয় সেনায়। তবে ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষের পরে তাতে আরও গতি এসেছে। প্রাথমিক ভাবে কোন কোন ক্ষেত্রগুলিতে কৃত্রিম মেধা ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা-ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে, যুদ্ধক্ষেত্রের কী পরিস্থিতি সে বিষয়ে আরও বেশি সচেতন থাকতে কৃত্রিম মেধা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হচ্ছে। খুব কম সময়ে অনেক বেশি তথ্য সংগ্রহের জন্য এই বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি কৃত্রিম মেধা নির্ভর চ্যাটবট, ভয়েস-টু-টেক্সট সিস্টেম (কণ্ঠস্বর শুনে তা লেখার প্রযুক্তি), ফেশিয়াল রিকগনিশন (মুখ শনাক্তকরণ)-সহ আরও কিছু প্রযুক্তিগত বিষয়ের উপরেও নজর দেওয়া হচ্ছে। কোনও সম্ভাব্য হামলা বা অস্বাভাবিক কোনও ‘প্যাটার্ন’ আগাম চিহ্নিত করতেও কৃত্রিম মেধা ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে দাবি ওই সূত্রের।

Advertisement

সূত্রের খবর, এই সংক্রান্ত কাজের জন্য শীঘ্রই ভারতীয় সেনার ‘ডিরেক্টরেট জেনারেল অফ ইনফরমেশন সিস্টেম্‌স’ (ডিজিআইএস)-এর নেতৃত্বে একটি ‘এআই টাস্ক ফোর্স’ গঠন করা হবে। সেখানে সেনার অন্য ডিরেক্টেরটের প্রতিনিধিরাও থাকবেন। এই টাস্ক ফোর্সের মূল লক্ষ্যই হবে কৃত্রিম মেধাভিত্তিক বিশেষ প্রযুক্তি বাস্তবায়নের কাজের তদারকি করা। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সাহায্য, এই সংক্রান্ত গবেষণা এবং তা কী গতিতে এগোচ্ছে— এই সবের উপরেই নজর রাখবে এই টাস্ক ফোর্স।

ওই সূত্রের দাবি, আগামী ২০২৬-২৭ সালের মধ্যে বেশ কিছু সামরিক সরঞ্জামের ক্ষেত্রে কৃত্রিম মেধা ব্যবহার চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশেষ করে নজরদারি বৃদ্ধি, বিভিন্ন সরঞ্জাম এবং তার সরবরাহ শৃঙ্খলের উপর নজর রাখা, সমাজমাধ্যম এবং অন্য সূত্র থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তি প্রয়োগের কথা ভাবা হচ্ছে। কৃত্রিম মেধা সংক্রান্ত কাজের জন্য ডিজিআইএস-এ একটি গবেষণাগার ‘এআই ল্যাব’-ও তৈরি করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement