(বাঁ দিকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাকিস্তানকে ফের সতর্ক করল ভারত। পাক সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তরফ থেকে বার বার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি, ঘৃণাভাষণ দেওয়া হচ্ছে। এটা ওদের চেনা কৌশল। নিজেদের ব্যর্থতা আড়াল করতে ওরা আগেও ভারতবিরোধী মন্তব্য করেছে। ওদের সংযত হওয়ার পরামর্শ দিচ্ছি।’’ এর পরেই তিনি বলেন, ‘‘পাকিস্তান কোনও দুঃসাহসিক পদক্ষেপ করলে তার পরিণতি যন্ত্রণাদায়ক হতে পারে। সম্প্রতি যেমনটা হয়েছে।’’ গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সেনা অভিযান চালিয়েছিল, সেই ‘অপারেশন সিঁদুর’-এর কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন জয়সওয়াল।
আমেরিকা থেকে পাক সেনাপ্রধান আসিম মুনির যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে এর আগে এক বার বিবৃতি দিয়েছিল নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে আরও এক বার সেই প্রসঙ্গ ওঠে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র কড়া ভাষাতেই পাকিস্তানকে সতর্ক করে দেন। জানান, এখন থেকে সংযত না হলে পরিণতি যন্ত্রণাদায়ক হবে।
সম্প্রতি মুনির আমেরিকায় গিয়েছিলেন। গত দু’মাসে আমেরিকায় এটা ছিল তাঁর দ্বিতীয় সফর। সেখান থেকেই একটি নৈশভোজের অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন তিনি। পাকিস্তানের পরমাণু শক্তির কথা মনে করিয়ে দিয়ে দাবি করেন, তেমন পরিস্থিতি তৈরি হলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হবেন তাঁরা। সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়েও ভারতকে ক্ষেপণাস্ত্রের হুমকি দেন। মুনির বলেছিলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’’ সিন্ধুচুক্তির প্রসঙ্গে এর পর তিনি বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয় এবং আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের অভাব নেই।’’ পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোও এর পর ভারতকে হুমকি দেন।
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ‘বন্ধু’ দেশ ভারতকে পাক সেনাপ্রধানের এই হুমকি নয়াদিল্লি ভাল চোখে দেখেনি। বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে আমেরিকা এবং পাকিস্তান, দুই দেশকেই বার্তা দিয়েছিল। বৃহস্পতিবার আবার অবস্থান স্পষ্ট করা হল।