Indian Railway

মিলবে ওয়েটিং টিকিট

লকডাউনের মধ্যে অনেকে টিকিট কেটেও নানা কারণে যাত্রা বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে ঘরে ফিরতে চাওয়া অন্যেরা যাত্রার সুযোগ পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৫:৩৪
Share:

প্রতীকী ছবি।

প্রথমে স্থির ছিল লকডাউনের মধ্যে যে সব বিশেষ ট্রেন চলবে, তাতে আরএসি বা ওয়েটিং লিস্ট থাকবে না। আজ রেল জানাল আগামী শুক্রবার থেকে ২২ মে ও তার পরের ট্রেনের জন্য সীমিত সংখ্যক ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি করা হবে। তবে আরএসি থাকবে না। শতাব্দীর মতো ইন্টারসিটি ট্রেনগুলি এ বার চালু করার কথাও ভাবছে রেল।

Advertisement

লকডাউনে ট্রেন বাতিল হওয়ায় বা অন্য কারণে যাঁরা কাউন্টারে কাটা টিকিট বাতিল করাতে পারেননি, যাত্রার দিন থেকে ৬ মাসের মধ্যে তাঁরা কাউন্টারে গিয়ে ভাড়া ফেরত নিতে পারবেন। আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে কাটা টিকিটের ভাড়া অনলাইনেই ফেরত চলে যাচ্ছে।

২২ তারিখ ও তার পরের বিশেষ ট্রেনে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীর সর্বোচ্চ সংখ্যা হবে: এসি প্রথম শ্রেণিতে ২০, এগ্‌জিটিউটিভ শ্রেণিতে ২০, দ্বিতীয় শ্রেণির এসিতে ৫০, তৃতীয় শ্রেণির এসি এবং এসি চেয়ার কারে ১০০টি করে, আর স্লিপার ক্লাসে ২০০। লকডাউনের মধ্যে অনেকে টিকিট কেটেও নানা কারণে যাত্রা বাতিল করতে পারেন। সে ক্ষেত্রে ঘরে ফিরতে চাওয়া অন্যেরা যাত্রার সুযোগ পাবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন