নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেই এ বার জরিমানা ধার্য করতে চলেছে রেল। —প্রতীকী চিত্র।
ওজনদার ব্যাগের জন্য এ বার জরিমানা দিতে হতে পারে ট্রেনযাত্রীদের। এত দিন ব্যাগের নির্দিষ্ট ওজন এবং মাপ নিয়ে কড়াকড়ি ছিল বিমানবন্দরে। এ বার সেই নিয়ম ট্রেনযাত্রীদের জন্যও কার্যকর করতে চলেছেন রেল কর্তৃপক্ষ। আপাতত উত্তর-মধ্য রেলের অন্তর্ভুক্ত দুই স্টেশন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে এই নিয়ম পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে। এই দুই স্টেশনে যাত্রীদের মালপত্র স্ক্যান করে দেখা হবে। মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে।
রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, এই নিয়ম আগেও ছিল। কিন্তু খাতায়কলমে তা থাকলেও সে ভাবে কার্যকর করা হয়নি। এ বার দু’টি স্টেশনে ব্যাগ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিবাচক সাড়া মিললে ধাপে ধাপে বাকি সব স্টেশনেই এই নিয়ম চালু করা হবে বলে রেল সূত্রে খবর। এই প্রসঙ্গে উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী বলেন, “ট্রেনে যেমন টিকিট কেটে ওঠাটা নিয়মের মধ্যে পড়ে, তেমনই একটি নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে ওঠা যায়। সেই ওজনের বেশি হলে মালপত্রের জন্য বেশি ভাড়া দিতে হয়। এটাই নিয়ম। সেই নিয়মের কথাই এক বার মনে করিয়ে দেওয়া হয়েছে।”
নিয়ম অনুযায়ী এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনে উঠতে পারেন। আর সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখতে পারেন। তবে এর বেশি ওজনের মালপত্র নিয়ে ট্রেনে উঠলেও এত দিন যাত্রীদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ করা হত না বলে রেল নিজেই জানিয়েছে। তবে এ বার সেই নিয়ম বাস্তবে প্রয়োগ করতে চাইছেন কর্তৃপক্ষ। ট্রেনের ভিতর ফুটবোর্ডে চলাফেরার জায়গায় মালপত্র থাকলেও জরিমানা করা হবে বলে রেল সূত্রে খবর।
এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছেন এবং বিষয়টি কার্যকর করতে নির্দেশ দিয়েছেন উত্তর-মধ্য রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) হিমাংশু শুক্ল। তিনি বলেন, “অনেকেই নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র নিয়ে ট্রেনে যাতায়াত করেন। এমনকি ব্যাগে কী আছে, তাতে কোনও বেআইনি জিনিসপত্র আছে কি না, বা সেই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে যাতাযাত করা যায় কি না, তার নিয়মিত কোনও পরীক্ষা হয় না। কিন্তু আপনি বিমানবন্দরে গেলে জিনিসপত্রের পরিমাণ তো বটেই, ব্যাগে কী আছে, তা কঠোর ভাবে স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়। আমরা তাই একটা পাইলট প্রজেক্ট নিয়েছি। আপাতত প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে এই কাজ হবে।”
কী ভাবে এই পরীক্ষা হবে তা ব্যাখ্যা করে হিমাংশু বলেন, “স্টেশনে আরপিএফ মালপত্র স্ক্যান করবে এবং রেলের বাণিজ্য বিভাগ (কমার্শিয়াল ডিপার্টমেন্ট)-এর কর্মীরা সেই ব্যাগের মাপ ও ওজন পরীক্ষা করবেন। যদি ব্যাগে বেআইনি কিছু থাকে, তবে তা আরপিএফ ধরবে। আর ব্যাগের ওজন যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, তবে বাণিজ্য বিভাগের কর্মীরা ধরবেন। দ্বিতীয় ক্ষেত্রে জরিমানা করা হবে। এর ফলে রেলের সুরক্ষা যেমন বাড়বে, রাজস্বও বাড়বে।” একই সঙ্গে তিনি বলেন, “স্টেশনের যে সমস্ত জায়গা খোলা রয়েছে, অর্থাৎ যে কেউ ঢুকে পড়তে পারেন, এমন অংশ আমরা ঘিরে দেব। আমাদের আশা, আগামী দু’-তিন মাসের এই কাজ আমরা শুরু করতে পারব।”