সন্ত্রাসদমন অভিযান জম্মুতে। — ফাইল চিত্র।
বিদেশি সন্ত্রাসীরাই বড় চ্যালেঞ্জ! জঙ্গিদমন অভিযান নিয়ে এমনই দাবি করল সে জম্মু-কশ্মীর পুলিশ। শুধু তা-ই নয়, সন্ত্রাসদমনে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছে তারা। দাবি, জম্মুতে প্রায় প্রতি দিন ১২০টি সন্ত্রাসবিরোধী অভিযান চলছে!
জম্মু পুলিশের প্রধান ভীমসেন টুটি জানান, জম্মুতে বিদেশি সন্ত্রাসীদের উপস্থিতিই নিরাপত্তার বিষয়ে বড় চ্যালেঞ্জ। লাগাতার সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। ভীমসেনের কথায়, ‘‘আমরা প্রতি দিন জম্মু অঞ্চলে ১২০টি জঙ্গিদমন অভিযান করছি। অনুমানের ভিত্তিতে হোক বা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে— জম্মুর বিভিন্ন জায়গায় ধারাবাহিক ভাবে অভিযান চলছে।’’ জম্মু পুলিশের প্রধানের দাবি, তিনি আত্মবিশ্বাসী যে, খুব শীঘ্রই জম্মুতে লুকিয়ে থাকা বিদেশি সন্ত্রাসীদের ভারতের মাটি থেকে নির্মূল করা হবে। তাঁর কথায়, ‘‘গত দু’বছরে বিদেশি জঙ্গিরা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জঙ্গিদমন অভিযান নিয়ে কাজ চলছে।’’
চার বছর আগেও জম্মুতে সন্ত্রাসবাদী হুমকি এতটা চিন্তার কারণ ছিল না বলেই দাবি ভীমসেনের। তবে গত চার বছরে জম্মু সন্ত্রাসবাদীদের নজরে রয়েছে। বিশেষত, জম্মুর অপেক্ষাকৃত উঁচু এবং দুর্গম জঙ্গল এলাকায় ঘাঁটি গড়ছে বিদেশি সন্ত্রাসীরা। তাদের লক্ষ্য মূলত সেনাবাহিনী এবং জম্মুর বাসিন্দারা।
প্রশাসনিক কর্তাদের দাবি, প্রায় প্রতি দিনই জম্মুর বিভিন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া যায়। নিরাপত্তাবাহিনীও দ্রুত পদক্ষেপ করে। তবে বহু ক্ষেত্রেই অধরা থেকে যায় জঙ্গিরা। কেন বার বার জঙ্গিরা পালাতে সক্ষম হয়, তা চিন্তার বিষয় মানছেন স্থানীয় পুলিশকর্তা। বিশেষজ্ঞদের মতে, কী ভাবে সীমান্ত পেরিয়ে বা অন্য পথে বিদেশি সন্ত্রাসীরা জম্মুতে ঢুকছে আর ঘাঁটি গড়ছে, তা চিন্তার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বলা চলে, ২০২১ সাল পর্যন্তও জম্মুতে সন্ত্রাসবাদের তেমন ঘটনা ঘটত না। সন্ত্রাসবাদীদের নজরে ছিল কাশ্মীর উপত্যকা। সেই সব অঞ্চলেই সন্ত্রাসবিরোধী অভিযান বেশি চলত। তবে গত চার বছরে ছবিটা পাল্টেছে। কাশ্মীরের পাশাপাশি জম্মুও সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে উঠছে, যা ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে।