International news

এ বার কর্নাটকে দৌড়বে মোষ, ছাড়পত্র পেল কাম্বালা

তামিলনাড়ুর রাস্তাতেই হাঁটল কর্নাটক। জাল্লিকাট্টুর পর এ বার ছাড়পত্র পেল কাম্বালাও। সোমবার কর্নাটক বিধানসভায় প্রাণীদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধের একটি নতুন বিল পাশ হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৮
Share:

ফাইল চিত্র।

তামিলনাড়ুর রাস্তাতেই হাঁটল কর্নাটক। জাল্লিকাট্টুর পর এ বার ছাড়পত্র পেল কাম্বালাও। সোমবার কর্নাটক বিধানসভায় প্রাণীদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধের একটি নতুন বিল পাশ হল। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল বিল, ২০১৭ নামে বিলটিতে ছাড় দেওয়া হয়েছে কর্নাটকের এই ঐতিহ্যবাহী উৎসবকে।

Advertisement

গত বছর কাম্বালা উৎসবের উপরে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক হাইকোর্ট। অনেকটা জাল্লিকাট্টুর মতো কাম্বালা উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে মোষ। নভেম্বর আর মার্চ মাসের মধ্যে শস্যখেতের ভিতর দিয়ে মোষকে দৌড় করার সময় তাদের উপরে নির্মম অত্যাচার করা হয় বলে এই উৎসব বন্ধ করার জন্য আদালতে আবেদন জানিয়েছিল পেটা। সেই মামলাতেই গত বছরের ডিসেম্বরে এই রায় দিয়েছিল আদালত।

তখন থেকেই কাম্বালা কমিটির প্রতিবাদ চলছিল। কিন্তু সম্প্রতি তামিলনাড়ুর জাল্লিকাট্টুর উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পরেই সেই প্রতিবাদ, আন্দোলন আরও বেড়ে যায়। তার পরই কাম্বালার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: ‘বাড়িতেই ট্রাঙ্কে স্বামীর দেহ রয়েছে, দুঃস্বপ্নেও ভাবিনি!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement