Karnataka Farmer

তুলোর ক্ষেত পাহারা দিচ্ছেন ‘সানি লিওনে’! চুরি ঠেকাতে অভিনব কৌশল কর্নাটকের চাষির, কী যুক্তি দিলেন তিনি?

সাধারণত জমির মাঝে যেখানে আকছার কাকতাড়ুয়া দেখতে পাওয়া যায়, সেখানে কর্নাটকের এই তুলোচাষির জমিতে নজর কাড়ছে সানি লিওনের কাটআউট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৬
Share:

জমির মাঝে সানি লিওনের সেই কাটআউট। ছবি: সংগৃহীত।

তুলোর ক্ষেত পাহারা দিচ্ছেন সানি লিওনে! চুরি ঠেকাতে এক অভিনব কৌশল বার করলেন কর্নাটকের এক কৃষক। ‘সাদা সোনা’ হিসাবে পরিচিত এই তুলোকে চোরেদের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের মাঝে সানি লিওনের বিশাল বড় কাটআউট লাগিয়ে দিয়েছেন। কৃষকের এই কৌশল এখন মুদানুর গ্রামে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অনেকে তাঁর এই ধরনের কৌশল নিয়ে হাসাহাসি করছেন। অনেকে আবার তাঁর বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন।

Advertisement

কেন এই কাজ করলেন?

কৃষক জানিয়েছেন, প্রতি বছরই তাঁর ক্ষেত থেকে তুলো চুরি হয়ে যায়। ভাল ফসল হলে লোকের নজরে পড়ে। বার বার ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। তাই কোনও উপায় না পেয়ে তিনি ‘সানি লিওনেকেই’ জমি এবং ফসল রক্ষার দায়িত্ব সঁপেছেন। কৃষক নিজেই মুচকি হেসে জানিয়েছেন, বিষয়টি বেশ মজার। কেননা, পথ চলতে চলতে জমির মাঝে হঠাৎ সানি লিওনের বিশাল কাটআউট দেখে থমকে যাচ্ছেন লোকজন। সানি লিওনেই এখন জমির ফসলের থেকে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন। ফলে লোকের ‘কুনজর’ থেকে ফসল বাঁচাতে এবং চুরি ঠেকাতে বলিউড অভিনেত্রীর এই বিশাল কাটআউটই একটি বড় টোটকা।

Advertisement

সাধারণত জমির মাঝে যেখানে আকছার কাকতাড়ুয়া দেখতে পাওয়া যায়, সেখানে কর্নাটকের এই তুলোচাষির জমিতে নজর কাড়ছে সানি লিওনের কাটআউট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement