National News

দেশের সবচেয়ে সস্তার শহর কলকাতা, বিশ্বে ২৬তম

আর পাঁচটা শহরের মতো নয়ই, বরং এ দেশে সবচেয়ে সস্তার শহর এই কলকাতাই। গোটা বিশ্বে খাওয়া-থাকার খরচের নিরিখে সস্তা শহরগুলির মধ্যেও কলকাতার নাম রয়েছে ২৬ নম্বরে। তার পরেই ভারতে সস্তার শহর বেঙ্গালুরু। তিন নম্বরে রয়েছে চেন্নাই, চারে দিল্লি। আর খাওয়া-থাকার খরচখরচার নিরিখে ভারতে সবচেয়ে দামি বলিউডের শহর মুম্বই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ১৯:২৭
Share:

কলকাতার রাস্তায় বিক্রি হচ্ছে খাবার।— ফাইল চিত্র।

খাওয়া, থাকার খরচখরচায় বড় সস্তার শহর আমার, আপনার এই কলকাতা।

Advertisement

আর পাঁচটা শহরের মতো নয়ই, বরং এ দেশে সবচেয়ে সস্তার শহর এই কলকাতাই। গোটা বিশ্বে খাওয়া-থাকার খরচের নিরিখে সস্তা শহরগুলির মধ্যেও কলকাতার নাম রয়েছে ২৬ নম্বরে। তার পরেই ভারতে সস্তার শহর বেঙ্গালুরু। তিন নম্বরে রয়েছে চেন্নাই, চারে দিল্লি। আর খাওয়া-থাকার খরচখরচার নিরিখে ভারতে সবচেয়ে দামি বলিউডের শহর মুম্বই। বিশ্বে সবচেয়ে খরচের শহরগুলির তালিকাতেও মুম্বই বলতেই পারে, ‘শুধুই ওয়াশিংটন, নিউইয়র্ক কেন, আমাকেও দ্যাখো!’ বিশ্বে সবচেয়ে দামি শহরগুলির মধ্যে মুম্বইয়ের নাম রয়েছে ৫৭ নম্বরে।

বিশ্বের ২০৯টি শহরকে নিয়ে সমীক্ষক সংস্থা ‘মার্সার’-এর ২৩তম ‘কস্ট অফ লিভিং সার্ভে’র ফলাফলই ওই তথ্য দিয়েছে। তাতে বলা হয়েছে, মুম্বই এ ব্যাপারে খুব দ্রুত এগিয়ে চলেছে। সবচেয়ে দামি শহরের তালিকায় প্রথম ৫০টির মধ্যে শিগগিরই ঢুকে পড়তে চলেছে মুম্বইয়ের নাম। ভারতে মুম্বইয়ের পরেই সবচেয়ে দামি শহরগুলির নাম যথাক্রমে দিল্লি (বিশ্ব র‌্যাঙ্কিং ৯৯), চেন্নাই (বিশ্ব র‌্যাঙ্কিং ১৩৫), বেঙ্গালুরু (বিশ্ব র‌্যাঙ্কিং ১৬৬) ও কলকাতা (বিশ্ব র‌্যাঙ্কিং ১৮৪)।

Advertisement

ওই সমীক্ষাই জানিয়েছে, জীবনযাত্রার খরচের নিরিখে কলকাতার পরেই ভারতের সবচেয়ে সস্তার শহরগুলির তালিকায় রয়েছে বেঙ্গালুরু (বিশ্ব র‌্যাঙ্কিং ৪৪), চেন্নাই (বিশ্ব র‌্যাঙ্কিং ৭৫) ও দিল্লির (বিশ্ব র‌্যাঙ্কিং ১১১) নাম। সেই তালিকায় এ দেশে মুম্বই পাঁচ নম্বরে থাকলেও, বলিউডের শহরের এ ব্যাপারে বিশ্ব র‌্যাঙ্কিং ১৫৩।

সমীক্ষক সংস্থার ইন্ডিয়া প্র্যাকটিশ লিডার, গ্লোবাল মোবিলিটি রুচিকা পাল বলেছেন, ‘‘নোটবন্দির দরুন মুম্বই ও দিল্লিতে বাড়িভাড়া গত বছরের তুলনায় অসম্ভব বেড়ে গিয়েছে। ধাক্কা খেয়েছে প্রোমোটারির ব্যবসা। আর মুম্বই আরও দামি হয়ে উঠেছে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দৌলতে। মুম্বইয়ে মুদ্রাস্ফীতির হার ৪.৮১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৫৭ শতাংশ। মুম্বই শহরে রোজকার যাতায়াতের খরচও খুব বেশি।

আরও পড়ুন: সবাইকে পিছনে ফেলে রাষ্ট্রপুঞ্জে শিরোপা কন্যাশ্রীর

বিশ্বের সবচেয়ে দামি ১০ শহর

অ্যাঙ্গোলার লুয়ান্ডা, হংকং শহর, জাপানের রাজধানী টোকিও, সুইৎজারল্যান্ডের জুরিখ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার সোল, সুইৎজারল্যান্ডের জেনিভা, চিনের সাংহাই, আমেরিকার নিউইয়র্ক ও সুইৎজারল্যান্ডের বার্ন।

বিশ্বের সবচেয়ে সস্তা ১০ শহর

টিউনিসিয়ার টিউনিস, কিরঘিজস্তানের বিশকেক, ম্যাসিডোনিয়ার কোপঝে, নামিবিয়ার উইন্ডহোয়েক, মালাউইয়ির ব্লান্টায়ার, জর্জিয়ার টিবিলিসি, মেক্সিকোর মন্টেরে, বসনিয়া, হারজেগোভিনার সারাজেভো, পাকিস্তানের করাচি ও বেলারুশের মিনস্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন