National news

‘আমি তো কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল’

তাঁর কথায়,‘‘সংখ্যাগরিষ্ঠতা পেলে কারও কাছেই মাথা নত করতে হত না। কিন্তু জোট সরকার কখনই কারও স্বাধীন ইচ্ছায় চলে না।। সংখ্যাগরিষ্ঠতা নেই বলেই আমাকে কংগ্রেসের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ১২:১৫
Share:

এইচ ডি কুমারস্বামী। ফাইল চিত্র।

শপথ নেওয়ার পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যেই কি জোট সরকার নিয়ে আশাহত হয়ে পড়ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী? নইলে তাঁর মুখ থেকে কেন শোনা যাবে, ‘‘আমি তো কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল।’’ কুমারস্বামীর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন।

Advertisement

একে তো কর্নাটকের জোট সরকারের উপর চাপ বাড়িয়ে বিজেপি জানিয়েছে, ৫৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ মকুব না করলে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হবে। তার উপর মন্ত্রিসভায় অর্থ দফতরের দাবি জানিয়ে না কি চাপ বাড়াচ্ছে জোটসঙ্গী কংগ্রেস। জোড়া চাপে তাঁর যে জেরবার দশা, সেটা কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুমারস্বামী বলেই ফেলেন, ‘‘আমি সাধারণ মানুষের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা আশা করেছিলাম। কিন্তু নিষ্ঠুর সত্যি এটাই যে, কর্নাটকের সাড়ে ছ’কোটি মানুষ আমাকে এবং আমার দল জেডি(এস)-কেপ্রত্যাখ্যান করেছেন।’’

তবে কি জোটসঙ্গী কংগ্রেসকে নিয়ে কুমারস্বামী আশাহত? নইলে কেন তিনি নিজেকে ‘কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল’ বলে মনে করবেন ? এর ব্যাখ্যাও দিয়েছেন কুমারস্বামী। তাঁর কথায়,‘‘সংখ্যাগরিষ্ঠতা পেলে কারও কাছেই মাথা নত করতে হত না। কিন্তু জোট সরকার কখনই কারও স্বাধীন ইচ্ছায় চলে না।। সংখ্যাগরিষ্ঠতা নেই বলেই আমাকে কংগ্রেসের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: ফের জয়রাইড দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু দশ বছরের বালিকার

আরও পড়ুন: পুলওয়ামার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত জওয়ান-সহ দুই

এর পাশাপাশি ভোটের প্রচারে কর্নাটকের কৃষকদের জন্য ঋণ মকুবের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রক্ষা করবেন বলেও জানিয়েছেন কুমারস্বামী। বলেছেন, বিষয়টি নিয়ে তিনি কংগ্রেসর সঙ্গে আলোচনা করছেন। যদিও বিজেপির অভিযোগ, কংগ্রেসের কথায় চলতে গিয়ে কর্নাটকের সাধারণ মানুষকে উপেক্ষা করছেন কুমারস্বামী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement