Bengaluru Live in Partner Death Case

গাড়িতে ঢেলে দিলেন পেট্রল, দৌড়ে পালাতে যাওয়া তরুণীকে বেঙ্গালুরুর রাস্তায় জ্যান্ত পুড়িয়ে মারলেন ‘বিচ্ছিন্ন’ লিভ ইন সঙ্গী!

এক তরুণীকে পুড়িয়ে মৃত্যুর ঘটনায় শোরগোল ভারতের ‘সিলিকন ভ্যালি’তে। সোমবার হাসপাতালে মৃত্যু হয় অগ্নিদগ্ধ তরুণীর। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন লিভ ইন সঙ্গীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯
Share:

বেঙ্গালুরুর ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো গাড়িটিতে ধরানো হয় আগুন। ছবি: সংগৃহীত।

ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল একটি সাদা রঙের গাড়ি। এক যুবক দৌড়ে গিয়ে সেই গাড়িতেই ঢেলে দিলেন পেট্রল। কেউ কিছু বোঝার আগে দেশলাই বার করে গাড়িটিতে ধরিয়ে দিলেন আগুন। দরজা খুলে চালক-সহ তিন জন পালানোর চেষ্টা করেছিলেন। তবে যুবকের লক্ষ্য ছিলেন গাড়িতে বসা তরুণী যাত্রী। দৌড়ে তাঁকে ধরে ফেলেন রাস্তাতেই। তার পর তাঁর গায়ে পেট্রল ঢেলে জ্বালালেন দেশলাই! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক রাস্তায়। তরুণীকে পুড়িয়ে মারার ঘটনায় শোরগোল ভারতের ‘সিলিকন ভ্যালি’তে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম বনজাক্ষী। বয়স ২৬ বছরের আশপাশে। রবিবার গাড়ি ভাড়া করে এক আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন তিনি। বেঙ্গালুরু শহরের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল গাড়িটি। হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বোঝার আগে গোটা গাড়িটিতে পেট্রল ছিটিয়ে দেন তিনি। দেশলাই দিয়ে আগুনও ধরান। ভয়ে চালক-সহ দুই যাত্রী দরজা খুলে পালাতে যান। তরুণীর পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন তরুণীকে। তার পর তাঁর সারা শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচলতি মানুষেরা।

অগ্নিদগ্ধ অবস্থায় রাস্তার উপর ছুটোছুটি করতে থাকেন বনজাক্ষী। ট্রাফিক পুলিশ কয়েক জনের সাহায্য নিয়ে আগুন নেভায়। খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তরুণীকে ভর্তি করানো হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

এর মধ্যে আততায়ীর পরিচয় বার করে ফেলেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্তের নাম বিঠল। বনজাক্ষী তাঁর প্রাক্তন লিভ ইন সঙ্গী ছিলেন। পুলিশ জানিয়েছে, ঝগড়া করে কিছু দিন আলাদা থাকছিলেন তাঁরা। ব্যক্তিগত রোষে তরুণীকে ওই যুবক জ্যান্ত পুড়িয়ে মেরেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে দীর্ঘ দিন ধরে একসঙ্গে ছিলেন বনজাক্ষী এবং বিঠল। ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা। বিঠল পেশায় গাড়িচালক। তাঁর মদের নেশার জন্য সঙ্গীর সঙ্গে অশান্তি শুরু হয়েছিল। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।

রবিবার মারিয়াপ্পা নামে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মন্দিরে যাচ্ছিলেন বনজাক্ষী। মাঝপথে ওই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছু ক্ষণ ধরে গাড়িটির পিছু নিয়েছিলেন বিঠল। ট্রাফিক সিগন্যালে বনজাক্ষীদের গাড়িটি দাঁড়াতেই তিনি দৌড়ে গিয়ে ওই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় বেঙ্গালুরু পুলিশ। সোমবার তাঁকে আদালতে হাজির করানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement