অন্ধ্রে ব্যর্থ কমিশন: নায়ডু

লোকসভা ভোটের প্রথম পর্বের সময়ে অন্ধ্রপ্রদেশে বেশ কিছু এলাকায় ইভিএমে গোলযোগ থাকার অভিযোগ ওঠে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০৩:২৮
Share:

—ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশে লোকসভা ভোটের সময়ে ইভিএমে গোলযোগ, হিংসা ও রাজ্য সরকারকে না জানিয়ে মর্জি মতো আমলা বদলি নিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁর দাবি, কমিশন ঠিক ভাবে কর্তব্য পালন করতে পারেনি।

Advertisement

লোকসভা ভোটের প্রথম পর্বের সময়ে অন্ধ্রপ্রদেশে বেশ কিছু এলাকায় ইভিএমে গোলযোগ থাকার অভিযোগ ওঠে। সেই সঙ্গে ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহত হন। আজ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোড়ার সঙ্গে দেখা করে চন্দ্রবাবু অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থীদের ‘ইচ্ছে’ অনুযায়ী অফিসারদের বদলি করা হয়েছে।

পরে নায়ডুকে এক চিঠিতে কমিশন জানিয়েছে, হরিপ্রসাদ বলে এক ব্যক্তি নায়ডুর সঙ্গে এসেছিলেন। তিনি ইভিএম নিয়ে প্রযুক্তিগত অভিযোগ তোলেন। পরে জানা গিয়েছে, তিনি ইভিএম চুরিতে অভিযুক্ত। কমিশনের প্রশ্ন, এমন ব্যক্তিকে নিয়ে এলেন কেন নায়ডু? ইভিএম নিয়ে অভিযোগ তুলে চন্দ্রবাবু আজ ফের ব্যালটে ফেরারও ডাক দিয়েছেন। আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘গণতন্ত্র বাঁচাও’ প্রশ্নে ফের বৈঠকে বসবেন বিরোধী নেতারা। কথা হবে নির্বাচনী স্বচ্ছতা ও ইভিএম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement