এয়ার ইন্ডিয়ার বিমান। —ফাইল চিত্র।
এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার ঠিক আগে এই বিপত্তি দেখা দেয়। এই যান্ত্রিক বিঘ্নের জেরে রানওয়ে থেকেই ফিরিয়ে আনা হয় এয়ার ইন্ডিয়ার এআই২০১৭ বিমানটিকে।
বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে বিমানটির দিল্লি থেকে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীদের নিয়ে রানওয়ে থেকে উড়ানের জন্য প্রস্তুতও হয়ে গিয়েছিল বিমানটি। ঠিক সেই সময়েই ওই যান্ত্রিক সমস্যাটি বিমানচালকদের নজরে আসে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিমানটি ছিল বোয়িং সংস্থার। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, দিল্লি থেকে লন্ডনগামী এআই২০১৭ বিমানটিতে একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। তাই সেটিকে আবার ফিরিয়ে আনা হয়েছে। বিমানচালকেরা তা দেখার পরে বিমানটি না ওড়ানোর সিদ্ধান্ত নেন। উড়ান সংস্থার ওই মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের সমস্যা যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের জন্য লন্ডনগামী একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে উড়ান সংস্থা।
এর আগে গুজরাতের অহমদাবাদ থেকে লন্ডন লাগোয়া গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই অহমদাবাদ শহরে ভেঙে পড়ে বিমানটি। ওই বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা বিঘ্নিত হয়েছে। যাত্রীদের একাংশ প্রশ্ন তুলেছেন উড়ান সংস্থার পরিষেবা নিয়েও।
গত সপ্তাহেই দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে সমস্যা দেখা দেয়। ওই সময়েও রানওয়ে ধরে ছোটা শুরু করার পরে শেষ মুহূর্তে উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়ে, রানওয়ে ছাড়ার আগে ওই সংশ্লিষ্ট বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি পাইলটদের নজরে আসতে তড়িঘড়ি যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার ফের সেই একই ঘটনা ঘটল দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে।