Puja Khedkar

লুকআউট নোটিস জারি করা হল প্রাক্তন আইএএস পূজার বাবা-মায়ের বিরুদ্ধে! ট্রাকচালক অপহরণের মামলায় অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, গত ন’দিন ধরে পলাতক দিলীপ এবং মনোরমা। পুলিশের সন্দেহ, খেড়কর দম্পতি দেশ ছেড়ে পালিয়েছেন। তদন্তকারীদের একাংশ আবার মনে করছেন, দেশেই কোথাও আত্মগোপন করে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭
Share:

পূজা খেড়কর। ফাইল চিত্র।

প্রাক্তন আইএএস পূজা খেড়করের বাবা-মায়ের বিরুদ্ধে এ বার লুকআউট জারি করল মুম্বই পুলিশ। ট্রাকচালক অপহরণের মামলায় পূজার বাবা দিলীপ এবং মা মনোরমা খেড়করকে খুঁজছে পুলিশ। এই ঘটনায় খেড়করদের পরিবারের দেহরক্ষী গ্রেফতার হলেও এখনও অধরা পূজার বাবা এবং মা। বেশ কয়েকটি দিল গঠন করে এই দু’জনের খোঁজ চালানো হচ্ছে। ট্রাকচালক অপহরণের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে পলাতক দু’জনেই। তাই এ বার এই দু’জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ন’দিন ধরে পলাতক দিলীপ এবং মনোরমা। পুলিশের সন্দেহ, খেড়কর দম্পতি দেশ ছেড়ে পালিয়েছেন। তদন্তকারীদের একাংশ আবার মনে করছেন, দেশেই কোথাও আত্মগোপন করে রয়েছেন। এক ট্রাকচালকে অপহরণের অভিযোগ উঠেছিল দিলীপ এবং তাঁদের দেহরক্ষীর বিরুদ্ধে। অভিযোগ, ট্রাকচালককে খেড়করদের বাংলোতে আটকে রেখে অত্যাচার চালানো হয়। তাঁকে মারধর করা হয়। অভুক্ত অবস্থায় একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল বলে অভিযোগ। যদিও সেই ট্রাকচালককে পরে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু দিলীপ এবং মনোরমার খোঁজ মেলেনি।

এই প্রথম নয়, খেড়কর পরিবারের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। জমি বিবাদকে কেন্দ্র করে এক কৃষককে বন্দুক নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পূজার মা মনোরমার বিরুদ্ধে। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পরে জামিনে ছাড়া পান। খেড়কর পরিবারের বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত পূজাকে কেন্দ্র করে। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া অতিরিক্ত জেলাশাসকের কক্ষ ‘দখল’ করা এবং জেলাশাসকের সহকারীর কাছে বেআইনি দাবিদাওয়া পেশ করে সেই দাবি পূরণের জন্য হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তার পর পূজার একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে আসতে শুরু করে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement