কৈলাস বিজয়বর্গীয়। —ফাইল চিত্র।
মধ্যপ্রদেশে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির করার অভিযোগ ঘিরে তোলপাড় গোটা দেশ। এই পরিস্থিতিতে বিতর্ক উস্কে কার্যত ওই মহিলা ক্রিকেটারদেরই দুষলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তাঁর বক্তব্য, বাইরে বেরোনোর সময় ওই মহিলা ক্রিকেটারদের স্থানীয় প্রশাসনকে জানানো উচিত ছিল। ওই ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন একদা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় বিজয়বর্গীয়।
এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ইনদওরে নিজেদের হোটেল থেকে বেরিয়ে ৫০০ মিটার দূরের একটি ক্যাফেতে যাচ্ছিলেন দুই অসি মহিলা ক্রিকেটার। হেঁটে যাওয়ার সময় এক যুবক বাইক চালিয়ে এসে তাঁদের স্পর্শ করেন বলে অভিযোগ। অস্ট্রেলিয়া দলের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর সে দিনই গ্রেফতার করা হয় আকিল নামের অভিযুক্ত যুবককে।
এই ঘটনার প্রেক্ষিতে বিজয়বর্গীয় বলেন, “আমি নিজের চোখে দেখেছি, কী ভাবে ভিড়ের মধ্যে ফুটবলারদের জামা ছিঁড়ে নেওয়া হয়েছে। আমার সঙ্গে এক বার হোটেলে এক ইংলিশ ফুটবলার ছিলেন। হঠাৎ সেখানে ভিড় জমে যায়। কেউ কেউ ওই ফুটবলারের কাছে সই চাইছিলেন। এক মহিলা ওই ফুটবলারকে চুম্বন করলেন এবং তাঁর জামা ছিঁড়ে দিলেন।” তার পরেই বিজয়বর্গীয়ের সংযোজন, “খেলোয়াড়দের নিজেদের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রাখা উচিত। এই ঘটনা সবার জন্যই একটা শিক্ষা। সে আমাদের জন্যই হোক বা খেলোয়াড়দের জন্য।”
এখানেই থামেননি এক সময় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা বিজয়বর্গীয়। ইনদওরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “খেলোয়াড়দের কোথাও বেরোনোর আগে নিরাপত্তাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে জানানো উচিত। কারণ, (ভারতে) ক্রিকেটারদের নিয়ে একটা উন্মাদনা রয়েছে।” তবে গোটা ঘটনাটিকে ইনদওর এবং দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন বিজয়বর্গীয়। জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। তবে তাঁর মন্তব্য নিয়ে বিতর্কও থেমে নেই।
বিজয়বর্গীয়কে বিঁধে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব বলেন, “নারী নিরাপত্তার উপর জোর না-দিয়ে কৈলাসজি নির্যাতিতাদেরই দায়ী করছেন। ইনদওরের ঘটনা প্রমাণ করছে যে, আমরা দেশের অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।” নানা বিতর্কিত মন্তব্য করে অতীতেও বহু বার সংবাদ শিরোনামে এসেছেন বিজয়বর্গীয়। মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করেন না বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকে নিয়েও সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তাঁরা সম্পর্কে ভাই-বোন হলেও প্রকাশ্যে একে অপরকে চুম্বন করা শোভনীয় নয় বলে দাবি করেছিলেন বিজয়বর্গীয়।