—প্রতীকী চিত্র।
গুরুগ্রামের এক স্কুলের শৌচালয় থেকে উদ্ধার হয়েছিল যুবকের পচাগলা দেহ। তদন্তে নেমে এ বার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আকাশ এবং শিব কুমার। পুলিশ জেরা করে জেনেছে, ধৃতদের চেহারা রোগা। তা নিয়ে খোঁটা দিতেন নিহত কর্ণ। সেই রাগে তাঁকে দু’জন খুন করেছেন বলে অভিযোগ।
পুলিশ ধৃতদের জেরা করে জানতে পেরেছে, আকাশ এবং শিবকে নিয়মিত চেহারা নিয়ে খোঁটা দিতেন কর্ণ। ২ অগস্ট রাতে গুরুগ্রামের ওই স্কুলে প্রবেশ করেছিলেন অভিযুক্তেরা। কেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। সেই স্কুলে প্রবেশ করার পরে কর্ণের সঙ্গে দেখা হয় তাঁদের। অভিযোগ, সে সময়ও আকাশ এবং শিবকে রোগা বলে কটাক্ষ করেন কর্ণ। তাতে রেগে যান দু’জন। এক জন একটি পাথর তুলে কর্ণের মাথায় মারেন। দ্বিতীয় জন একটি কাঁচি নিয়ে এসে তাঁকে আক্রমণ করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্ণের।
৪ অগস্ট স্কুলের শৌচালয় থেকে পচা গন্ধ পান এক শিক্ষক। তিনি ভিতরে গিয়ে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রাথমিক ভাবে দেহ শনাক্ত করতে পারেনি। পরে যুবকের পরিচয় জানা যায়। সেই সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে তারা।