Krishna River

‘আমায় বাঁচাও আর ওঁকে ধরো’, মাঝনদীতে দাঁড়িয়ে আর্তি যুবকের, নিজস্বী তোলার সময়ে ধাক্কা দেন স্ত্রী!

যুবক জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে বাইকে চেপে গুরজাপুর বাঁধে যাচ্ছিলেন তিনি। বাঁধের কিছুটা আগে বাইক থামিয়ে কৃষ্ণা নদীর তীরে একটি শিলার উপর দাঁড়িয়ে দু’জনে ছবি তুলছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৪:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে।

কৃষ্ণা নদীর মাঝে একটি শিলাখণ্ডের উপর দাঁড়িয়ে চিৎকার করছেন যুবক, ‘আমাকে বাঁচাও’! তাঁর অভিযোগ, নিজস্বী তোলার সময়ে তাঁকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছেন স্ত্রী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। কর্নাটকের রায়চুর জেলায় গুরজাপুর সেতু তথা বাঁধের কাছে এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ওই যুবককে উদ্ধার করা হয়। যদিও তাঁর স্ত্রী দাবি করেছেন, তিনি ধাক্কা দেননি। ছবি তোলার সময়ে যুবক নদীতে পড়ে গিয়েছিলেন।

Advertisement

বাঁধের রক্ষীরা জানিয়েছেন, ওই যুব রায়চুরের বাসিন্দা। যুবক জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে বাইকে চেপে গুরজাপুর বাঁধে যাচ্ছিলেন তিনি। বাঁধের কিছুটা আগে বাইক থামিয়ে কৃষ্ণা নদীর তীরে একটি শিলার উপর দাঁড়িয়ে দু’জনে ছবি তুলছিলেন। যুবকের অভিযোগ, তখনই তাঁকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন তাঁর স্ত্রী। তিনি কোনওমতে মাঝনদীতে একটি শিলার উপর উঠে দাঁড়ান। সেখান থেকে দাঁড়িয়েই চিৎকার করতে থাকেন, ‘‘আমাকে বাঁচাও। আমার স্ত্রীকে ধরো।’’ চিৎকার শুনে বাঁধের কর্মী এবং পথচারীরা নদীতে দড়ি ফেলে যুবককে উদ্ধার করেন।

ভিডিয়োতে তাঁর স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি ওঁকে ধাক্কা দিইনি। ও পড়ে গিয়েছে।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবককে উদ্ধারের পরে স্বামী-স্ত্রী আর বচসায় জড়াননি। বরং বাইকে চেপে দু’জনেই সেখান থেকে চলে যান। থানায় এই নিয়ে কোনও অভিযোগও দায়ের হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement