Goa Murder

গোয়ায় বিয়ের পরিকল্পনা ছিল, বেঙ্গালুরু থেকে প্রেমিকাকে নিয়ে আসেন যুবক, তার পরই তরুণীর দেহ উদ্ধার

গত সপ্তাহে প্রেমিকাকে নিয়ে গোয়ায় আসেন সঞ্জয়। সোমবার স্থানীয়েরা দক্ষিণ গোয়ার প্রতাপ নগরের জঙ্গলে এক তরুণীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৩:৫৮
Share:

প্রতীকী ছবি।

বিয়ে করার পরিকল্পনা ছিল তাঁদের। প্রেমিকাকে বলেছিলেন গোয়ায় গিয়ে বিয়ে সেরে নেবেন। কথামতো প্রেমিকাকে নিয়ে গোয়ার উদ্দেশে রওনা হন সঞ্জয় কেভিন নামে এক যুবক। তিনি উত্তর বেঙ্গালুরুর বাসিন্দা। ঘটনাচক্রে, তাঁর পাড়ারই তরুণী রোশনির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল সঞ্জয়ের।

Advertisement

গত সপ্তাহে প্রেমিকাকে নিয়ে গোয়ায় আসেন সঞ্জয়। সোমবার স্থানীয়েরা দক্ষিণ গোয়ার প্রতাপ নগরের জঙ্গলে এক তরুণীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, তরুণীর গলার নলি কাটা ছিল। তদন্তে নেমে ওই এলাকার আশাপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই ফুটেজে এই তরুণী এবং তাঁর সঙ্গে এক যুবককে দেখতে পান। সেই সূত্র ধরেই সঞ্জয়ের খোঁজ মেলে উত্তর বেঙ্গালুরুতে।

গোয়া পুলিশ বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তার পর পুলিশের একটি দল গিয়ে সঞ্জয়কে আটক করে গোয়া পুলিশের হাতে তুলে দেয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সঞ্জয়কে জেরা করে তাঁরা জানতে পেরেছেন, ওই তরুণী তাঁর প্রেমিকা। তাঁরা একসঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন। বিয়ের পরিকল্পনাও ছিল তাঁদের। কিন্তু তরুণীকে খুনের কথা অস্বীকার করেছেন সঞ্জয়। তবে তদন্তকারীরা জানাচ্ছেন, সঞ্জয়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি লক্ষ করা গিয়েছে। তরুণীকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, গোয়ায় গিয়ে সঞ্জয় এবং রোশনির কথা কাটাকাটি হয়। তাঁদের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কথাও জানতে পেরেছে পুলিশ। আর এখান থেকেই তাদের সন্দেহ, বিয়ে করার বিষয়টি বাহানা ছিল সঞ্জয়ের। পরিকল্পনা করেই রোশনিকে গোয়ায় এনেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement