Patna Murder Case

পটনায় বাড়ির সামনে প্রৌঢ়কে গুলি করে খুন, তাড়া করে দুষ্কৃতীদের ধরে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা

বাড়ির সামনেই এক প্রৌঢ়কে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের রাজধানী পটনায়। সোমবার সন্ধ্যার ঘটনা। দুষ্কৃতীরা বাইকে করে এসে প্রৌঢ়কে লক্ষ্য করে পর পর গুলি চালায়। তার পর বাইক নিয়ে চম্পট দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৮:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ির সামনেই এক প্রৌঢ়কে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের রাজধানী পটনায়। সোমবার সন্ধ্যার ঘটনা। দুষ্কৃতীরা বাইকে করে এসে প্রৌঢ়কে লক্ষ্য করে পর পর গুলি চালায়। তার পর বাইক নিয়ে চম্পট দেয়। কিন্তু বেশি দূর পালাতে পারেনি তারা। দুই দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়েরা। দু’জনকেই ধরে ফেলেন তাঁরা। তার পর শুরু হয় গণপ্রহার। গ্রামবাসীদের মারধরের জেরে দুই দিষ্কৃতীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পটনার পুলিশ সুপার (পূর্ব) পরিচয় কুমার জানিয়েছেন, ঘটনাটি ঘটোছে গোপালপুর থানার ডোমনচওক গ্রামে। বিকেল সাড়ে ৪টে থেকে ৫টা মধ্যে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আশরাফি রাই। পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বাড়ির কাছেই ছিলন আশরাফি। সেই সময় দুই দুষ্কৃতী আসে। আশরাফিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আওয়াজে স্থানীয়েরা বেরিয়ে আসেন। তখন দুই দুষ্কৃতীকে পালাতে দেখেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, গ্রামেরই কয়েক জন দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন। কয়েক কিলোমিটার ধাওয়া করে দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন। তার পর তাঁদের গ্রামে নিয়ে আসা হয়। গণরোষ আছড়ে পড়ে দু’জনের উপর। বেধড়ক মারধর করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা। তবে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement