—প্রতীকী চিত্র।
স্ত্রীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় খুন স্বামী। গুজরাতের অমরেলী জেলার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ৩০ বছর বয়সি মেহুল সোলাঙ্কি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তদন্তে নেমে মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অল্পেশ বরাইয়া, হিতেশ সোলাঙ্কি এবং গোপাল বরাইয়া। এঁদের মধ্যে অল্পেশের সঙ্গে মেহুলের স্ত্রীর দীর্ঘ দিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পূর্ক রয়েছে। সে নিয়ে ওই দম্পতির নিত্য অশান্তি হত। স্ত্রীর প্রেমে বাধা হয়ে দাঁড়ানোয় তাঁর প্রেমিক এবং বন্ধুদের হাতে খুন হয়েছেন যুবক।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, রবিবার সন্ধ্যায় বাড়ির কাছে একটি জায়গায় বসেছিলেন মেহুল। অল্পেশ তাঁর কাছে গিয়ে গল্প করতে শুরু করেন। কিন্তু কিছু ক্ষণ পরে কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মেহুল এক সময়ে সেখান থেকে অল্পেশকে চলে যেতে বলেন। চলেও যান ওই যুবক।
কিছু ক্ষণ বাদে দুই বন্ধুকে নিয়ে মেহুলের বাড়িতে উপস্থিত হন অল্পেশ। কেন তাঁকে অপমান করা হল, জবাব চান। তাঁদের আবার মেহুল বাড়ি থেকে চলে যেতে বলেন। অভিযোগ, সেই সময় ছুরি বার করে মেহুলের শরীরে কোপের পর কোপ মারেন অভিযুক্ত। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ৩০ বছরের যুবক। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মেহুলের দেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ১০ বার ছুরির কোপ পড়েছে যুবকের শরীরে। পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রমণকারী এবং আক্রান্ত, সকলেই একই পাড়ার বাসিন্দা। পরকীয়া থেকেই এই গোলমাল বলে জানা গিয়েছে। তদন্তের প্রয়োজনে মৃতের স্ত্রীকেও জেরা করতে পারেন তদন্তকারীরা।