—প্রতিনিধিত্বমূলক ছবি।
সবেমাত্র বন্ধ হওয়া আইসক্রিম পার্লারে হানা দিয়ে কুলফি লুট করলেন দুই চোর। মুখে মুখোশ, হাতে ছুরি নিয়ে আইসক্রিম দোকান থেকে বিভিন্ন স্বাদের আইসক্রিম লুট করেন তাঁরা। সেই সঙ্গে ক্যাশবাক্স থেকে টাকা লুট করেছেন। চুরি গিয়েছে কয়েকটি মোবাইল। রবিবার সকালে এমন তথ্য দিল দিল্লি পুলিশ।
ঘটনাস্থল
উত্তর-পূর্ব দিল্লি। পুলিশ জানিয়েছে,
শনিবার রাত ১১টা নাগাদ তালাব রোডের একটি আইসক্রিম পার্লারে হানা দেন দু’জন। তাঁদের
হাতে ছিল ছুরি। মুখ ঢাকা ছিল মুখোশে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দোকানে ঢুকেই
আগে কুলফির একটি বাক্স নিয়ে নেন দু’জন। তখনও দোকানে এক জন কর্মী ছিলেন। তিনি বাধা
দিতে যেতেই ছুরি নিয়ে তাঁকে ভয় দেখিয়ে তাঁর মোবাইল ছিনিয়ে নেন অভিযুক্তেরা।
তার পর টাকা এবং আরও কিছু আইসক্রিমের বাক্স নিয়ে বেরিয়ে যান দুই মূর্তি। বেরিয়ে সোজা বাইক উঠে মুহূর্তের মধ্যে চম্পট দেন। গোটা ‘অপারেশন’ হয়েছে কয়েক মিনিটে।
দোকানমালিকের দাবি, সব মিলিয়ে প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। নগদ টাকা-সহ আইসক্রিম, সবই নিয়ে গিয়েছে তিন চোর। তিনি বলেন, ‘‘দুই চোর এসেছিল বাইকে। ওদের মুখ ঢাকা ছিল। তাই চিনতে পারিনি। ওরা দোকানে ঢুকেই লুটপাট শুরু করে। এক জন কর্মী ছিলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে খুন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে লুটপাট চালান তিন জন।’’ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ।