National News

আপ নেত্রী, বিশিষ্ট ব্যাঙ্কার মীরা সান্যাল প্রয়াত

একটি বিবৃতিতে মীরার মৃত্যুসংবাদ দেন আপ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রীতি শর্মা মেনন। টুইটে গভীর শোকপ্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশৌদিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৬:৩৩
Share:

প্রয়াত আপ নেত্রী মীরা সান্যাল। -ফাইল ছবি।

আম আদমি পার্টি (আপ) নেত্রী, দেশের বিশিষ্ট ব্যাঙ্কার মীরা সান্যাল প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৫৭। শুক্রবার সন্ধ্যায়, দিল্লিতে তাঁর বাড়িতেই মৃত্যু হয় মীরার। গত দু’বছর ধরে ভুগছিলেন ক্যানসারে। নোটবন্দির কড়া সমালোচনা করে একটি বই (‘দ্য বিগ রিভার্স: হাউ ডিমনিটাইজেশন নক্ড ইন্ডিয়া আউট’) লিখেছিলেন মীরা।

Advertisement

একটি বিবৃতিতে মীরার মৃত্যুসংবাদ দেন আপ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রীতি শর্মা মেনন। টুইটে গভীর শোকপ্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিশৌদিয়া।

ভারতে রয়্যাল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ডের চিফ এক্সিকিউটিভের চাকরি ছেড়ে মীরা যোগ দিয়েছিলেন আম আদমি পার্টিতে। পরে তিনি আপ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হন। গত লোকসভা নির্বাচনে আপ-এর টিকিটে মীরা দাঁড়িয়েছিলেন দক্ষিণ মুম্বই আসনে। কিন্তু কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার কাছে তিনি হেরে যান।

Advertisement

আরও পড়ুন- রাজীব-অস্বস্তি ঢাকতে মরিয়া কেজরীর দল​

আরও পড়ুন- মন্দির নিয়ে উল্টো চাপে বিজেপি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement