Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মন্দির নিয়ে উল্টো চাপে বিজেপি

লোকসভা ভোটের আগে রামমন্দির বিতর্ক উস্কে দিয়ে যখন বিজেপি হিন্দু ভোট একজোট করতে মরিয়া, তখন মন্দির প্রশ্নেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল আম আদমি পার্টি (আপ)।

হিন্দুত্ববাদী বিজেপি কী ভাবে বারাণসীর প্রায় দু’শো মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল, সেই প্রশ্ন তুলতে চায় অরবিন্দ কেজরীবালের দল। — ফাইল চিত্র।

হিন্দুত্ববাদী বিজেপি কী ভাবে বারাণসীর প্রায় দু’শো মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল, সেই প্রশ্ন তুলতে চায় অরবিন্দ কেজরীবালের দল। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০২:৫২
Share: Save:

লোকসভা ভোটের আগে রামমন্দির বিতর্ক উস্কে দিয়ে যখন বিজেপি হিন্দু ভোট একজোট করতে মরিয়া, তখন মন্দির প্রশ্নেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল আম আদমি পার্টি (আপ)। ১৫ জানুয়ারি বিজেপির বিরুদ্ধে অযোধ্যা থেকে কাশী পর্যন্ত পদযাত্রা-জনসভা শুরু করতে চলেছে তারা। পদযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে। হিন্দুত্ববাদী বিজেপি কী ভাবে বারাণসীর প্রায় দু’শো মন্দির ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল, সেই প্রশ্ন তুলতে চায় অরবিন্দ কেজরীবালের দল।

বারাণসীর সৌন্দর্যায়ন ও বিশ্বনাথ মন্দিরে যাতায়াত সুগম করতে করিডর তৈরির সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। যার ফলে প্রায় দু’শো পুরনো মন্দির ও কয়েকশো দোকান ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের একটি বড় অংশ ওই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। স্থানীয়দের সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার নামার সিদ্ধান্ত নিয়েছে আপ। স্লোগান দেওয়া হয়েছে, ‘বিজেপি হটাও, ভগবান বাঁচাও।’

আপ সরাসরি প্রচারে ধর্মীয় আবেগকে টেনে আনায় স্বভাবতই অস্বস্তিতে বিজেপি। উত্তরপ্রদেশ ও কেন্দ্রে বিজেপিই ক্ষমতায়। তাই অভিযোগের বিপক্ষে বিশেষ কিছু বলতেও পারছে না দল। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় সিংহের কথায়, ‘‘বিজেপির মতো দল মন্দির ভাঙছে। এটাও দেখতে হল!’’ এরই মধ্যে বিজেপির অস্বস্তি বাড়িয়ে আপের পাশে দাঁড়িয়েছে এনডিএ শরিক আপনা দল। দলের নেত্রী তথা কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অনুপ্রিয়া পটেল বারণসীতে ওই শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

সব মিলিয়ে মন্দির রাজনীতিতে উল্টো চাপের মুখে বিজেপি শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE