Mehbooba Mufti

‘মায়ের কিছু হলে দায়ী থাকবে সরকার’, হুঁশিয়ারি মেহবুবা মুফতির কন্যার

ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্সের ৩১জন নেতাকে এত দিন রাখা হয়েছে ইন্ডিয়ান টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি)-এর হোটেলে। আর পিডিপি নেত্রী মেহেবুবা মুফতির ঠাঁই হয়েছে চশম-এশাহি এলাকার এক সরকারি গেস্ট হাউসে। ইলতিজা মনে করছেন,ওই জায়গা প্রবল শীত মোকাবিলার জন্য উপযুক্ত নয়।

Advertisement

সংবাদসংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৮:২১
Share:

মেহবুবা মুফতিকে অন্যত্র সরানোর দাবি জানিয়ে প্রশাসনকে চিঠি তাঁর মেয়ের।

তাঁর মায়ের কোনও ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে সরকার। শ্রীনগরের ডেপুটি কমিশনারকে চিঠিতে এমনটাই লিখেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। ইলতিজার আর্জি, উপত্যকার প্রবল শীতে তাঁর মাকে যেন অন্যত্র সরানো হয়। মঙ্গলবার মেহেবুবার টুইটার অ্যাকাউন্ট থেকে এই চিঠির কথা জানিয়েছেন ইলতিজা।

Advertisement

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কথা ঘোষণা হতেই, বন্দি হন জম্মু-কাশ্মীরের প্রায় ৪০০ রাজনৈতিক নেতা। জম্মুতে ধাপে ধাপে কয়েকজন নেতাকে ছাড়া হলেও উপত্যকার হেভিওয়েটরা এখনও বন্দিই। ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিপলস কনফারেন্সের ৩১জন নেতাকে এত দিন রাখা হয়েছে ইন্ডিয়ান টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি)-এর হোটেলে। আর পিডিপি নেত্রী মেহেবুবা মুফতির ঠাঁই হয়েছে চশম-এশাহি এলাকার এক সরকারি গেস্ট হাউসে।ইলতিজা মনে করছেন, ওই জায়গা প্রবল শীত মোকাবিলার জন্য উপযুক্ত নয়।

ইলতিজা মুফতির চিঠি

Advertisement

মঙ্গলবার মায়ের টুইটার হ্যান্ডল ব্যবহার করে ইলতিজা লেখেন, ‘‘আমি আমার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। বারবার সে কথা জানিয়েছি সরকারি কর্তৃপক্ষকে। আমি শ্রীনগরের ডেপুটি কমিশনারকে লিখেছি, শীত জাঁকিয়ে বসার আগেই মাকে যেন অন্যত্র সরানো হয়। মায়ের কিছু হলে ভারত সরকার দায়ী থাকবে।’’ইলতিজা ওই টুইটে মায়ের প্রেসক্রিপশনের ছবিও পোস্ট করেন।মেহবুবা কন্যা আরও লিখছেন, ‘‘আমার মায়ের ভিটামিন ডি, হিমোগ্লোবিন, ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে। এই অবস্থায় তাঁকে যে জায়গায় রাখা হয়েছে তা তাঁর শরীরের পক্ষে উপযুক্ত নয়। আমি আশা করি সরকার এই বিষয়টি খতিয়ে দেখবে।’’

আরও পড়ুন:সরছে দূষণের চাদর, দিল্লিবাসীকে তবু ভয় দেখাচ্ছে নাসার ইনফ্রারেড চিত্র
আরও পড়ুন:উকিলদের সঙ্গে সংঘর্ষের জের, পুলিশকর্মীদের বেনজির বিক্ষোভ দিল্লিতে

গত ৫ অগস্ট থেকে জেলবন্দি মেহেবুবা-সহ কাশ্মীরের অন্য নেতারা। সরকারের তরফে খরচ বাঁচাতে উপত্যকার অন্য রাজনৈতিক নেতাদের অন্যত্র সরানোর পরিকল্পনা হয়েছে। এই মুহূর্তে ওমর আবদুল্লাকে নেহরু গেস্ট হাউসে রাখা হয়েছে। ফারুক আবদুল্লা জনসুরক্ষা আইনে নিজের বাড়িতেই বন্দি। আর মুফতি রয়েছেন চশম-এ শাহিতে।সরকারি সূত্রে খবর, তাদের অন্যত্র সরানোর কোনও পরিকল্পনাই নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন