National News

স্কুলের প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ চন্ডীগড়ে

তারও কিছু দিন আগে কলোরাডোর বাসিন্দা ওই স্কুলের প্রাক্তন ছাত্র নবীন ছেত্রীও একই অভিযোগ করেন কার্ভারের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ২১:০৭
Share:

চন্ডীগড়ের একটি ক্যাথলিক স্কুলের তিন প্রাক্তন ছাত্র এ বার সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থার অভিযোগ আনলেন ওই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল হ্যারল্ড কার্ভারের বিরুদ্ধে।

Advertisement

স্কুলের ১৯৮০ সালের ব্যাচের ছাত্রদের অন্যতম মনরাজ সিংহ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, কার্ভার এক জন কামুক শিক্ষক। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তাংকে আলাদা ঘরে ডেকে কার্ভার যৌন নিগ্রহ করেছিলেন বলে মনরাজের অভিযোগ। ওই সময় তিনি তাঁর সহপাঠীদের সে কথা জানিয়েওছিলেন।

এর আগে দিল্লির ৪২ বছর বয়সী এক সাংবাদিক সঞ্জয় আউস্তারও একই অভিযোগ ছিল। তিনি তাঁর ব্লগে কিছু দিন আগে জানান, নবম শ্রেণিতে পড়ার সময় তিনি ও তাঁর হস্টেলের সহপাঠীরা তাঁকে যৌন নির্যাতন করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: সিরিয়ায় নিহত সিদ্ধার্থ ধর, কে এই বাঙালি জঙ্গি?

তারও কিছু দিন আগে কলোরাডোর বাসিন্দা ওই স্কুলের প্রাক্তন ছাত্র নবীন ছেত্রীও একই অভিযোগ করেন কার্ভারের বিরুদ্ধে।

আরও পড়ুন: ঋণের ফাঁদে ইসলামাবাদ, বন্ধুত্বের মুখোশে পাকিস্তানে লুঠ চালাচ্ছে চিন?

কার্ভার ও স্কুল কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement